Advertisment

IPL 2024 : ২৫ হাজার কোটি এবার জয় শাহের BCCI-কে! ভারতীয় ক্রিকেটকে জগৎ শ্রেষ্ঠ করতে বিশাল উদ্যোগ টাটাদের

Tata group secures IPL sponsorship rights: করোনা পরবর্তী সময়ে চিনের সঙ্গে দেশীয় সম্পর্ক খারাপ হওয়ায় চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। তারপর টাটা অস্থায়ীভাবে ২০২২ এবং ২০২৩-এর টাইটেল স্পন্সরশিপ পায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, BCCI, Tata, IPL Title Sponsor Tata

IPL 2024 title sponsorship rights Tata: আইপিএলের টাইটেল স্পনসর টাটা গ্রুপ (টুইটার)

IPL 2024, Tata Group as Title sponsor: আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর ধরে রাখল টাটা গ্রুপ। শনিবার বোর্ড জানিয়ে দিল আগামী পাঁচ বছরে টাইটেল স্পনসরশিপ বাবদ ভারতীয় বোর্ডকে টাটা গ্রুপ দেবে ২৫০০ কোটি টাকা। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ পরিমাণ স্পনসর চুক্তি।

Advertisment

বোর্ডের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "শনিবার বিসিসিআই পাঁচ বছরের জন্য টাটা গ্রুপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোনাম স্পনসরশিপ অধিকার স্বত্ত্ব প্রদান করেছে। ভারতীয় শিল্পগোষ্ঠী, একাধিক শিল্পে যাঁদের প্রসার, সেই টাটা গ্রুপ ২৫০০ কোটি টাকার রেকর্ড-ব্রেকিং মূল্যে BCCI-এর সাথে নিজেদের সম্পর্ক পুনর্নবীকরণ করেছে।"

করোনা পরবর্তী সময়ে চিনের সঙ্গে দেশীয় সম্পর্ক খারাপ হওয়ায় চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে সরিয়ে দিয়েছিল বিসিসিআই। তারপর টাটা অস্থায়ীভাবে ২০২২ এবং ২০২৩-এর টাইটেল স্পন্সরশিপ পায়। এছাড়াও মহিলা প্রিমিয়ার লিগেরও টাইটেল স্পনসর টাটা গ্রুপ।

আরও পড়ুন: তিন তালাকের আগেই তিন নম্বর বিয়ে! সানিয়ার সঙ্গে বিবাহিত জীবনেও শোয়েব জড়িয়েছেন একাধিক পরকীয়ায়

বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, "আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে TATA গ্রুপের সাথে অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। সীমানা অতিক্রম করে, দক্ষতা, উত্তেজনা এবং বিনোদনের অতুলনীয় সংমিশ্রণে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে এই লিগ। অভূতপূর্ব এই আর্থিক প্রতিশ্রুতি আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আইপিএলের বিশাল মানদণ্ড এবং বিশ্বব্যাপী প্রভাবকেই প্রতিফলিত করে।"

বোর্ডের কোষাধ্যক্ষ এবং আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল বলেছেন, ২৫০০ কোটি টাকার এই চুক্তি বিশ্বক্রীড়ায় আইপিএলের স্বতন্ত্র ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

"এই নজিরবিহীন আর্থিক চুক্তি শুধুমাত্র লিগের ইতিহাসে একটি নতুন মাপকাঠি স্থাপন করাই নয় বরং বিশ্বব্যাপী প্রভাব ফেলা এই ক্রীড়া ইভেন্ট নিজের অবস্থানকে আবারও নিশ্চিত করল।" বলে দিয়েছেন তিনি।

IPL Jay Shah tata BCCI joy Shah
Advertisment