Advertisment

কোহলিদের ব্যাটিং গুরু এবার নামি ফ্র্যাঞ্চাইজির মুখ! IPL জিততে নাইটদের প্রাক্তন কোচের সঙ্গেই স্ট্র্যাটেজি কষবেন

বড় আপডেট আইপিএল নিলামের ঠিক আগেই

author-image
IE Bangla Sports Desk
New Update
kkr-kohli

নিলামের আগে ছক কষছে সব ফ্র্যাঞ্চাইজি (টুইটার)

টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার এবং জাতীয় দলের সদ্য প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবার পাঞ্জাব কিংসের দায়িত্বে। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট উন্নতি বিষয়ক বিভাগের প্রধান হলেন তিনি।

Advertisment

রবি শাস্ত্রীর জমানায় টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ ছিলেন। পাঞ্জাব কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০১৪ সালে পাঞ্জাবকে আইপিএল-এই রানার্স আপ করেন সহকারী কোচ হিসেবে। ২০১৪-এ সাফল্যের পর আরও দু-বছর হেড কোচের দায়িত্ব পান তিনি। তবে সেই সাফল্যের পুনরাবৃত্তি আর ঘটেনি। দু-সিজনেই লিগ টেবিলের শেষে ফিনিশ করে পাঞ্জাব।

সংবাদসংস্থার তরফে এক প্রেস বিবৃতিতে বাঙ্গার বলেছেন, "পাঞ্জাব কিংসের সঙ্গে পুনরায় যুক্ত হতে পারাটা সম্মানের। আমাদের কোর গ্রুপ বেশ শক্তিশালী। নিলামের আগে সবথেকে কম প্লেয়ার রিলিজ করেছি আমরাই। এই ঘটনা থেকেই বিষয়টি স্পষ্ট। ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্টের আগে এবং পরবর্তী পর্যায়ে যথাসম্ভব সাহায্য করাই লক্ষ্য যাতে দল আরও শক্তিশালী হয়ে সাফল্য পেতে পারে।"

পাঞ্জাব কিংসের হেড কোচ হয়েছেন কেকেআরে কোচিং করানো ট্রেভর বেইলিস। বেইলিস এবং বাঙ্গার পাঞ্জাবের থিঙ্কট্যাংক। দুজনে আইপিএল নিলামের স্ট্র্যাটেজি কষবেন।

আইপিএলে সঞ্জয় বাঙ্গার অন্য দলেও কোচিং করিয়েছেন। আরসিবির ব্যাটিং উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। এবং পরবর্তীতে দু-সিজন হেড কোচও ছিলেন। তিনি কোচ থাকাকালীন আরসিবি তিন সিজনের মধ্যে দুই সিজন-ই প্লে অফে পৌঁছয়।

গত মাসে বেশ চাঞ্চল্যকরভাবেই পাঞ্জাব কিংসের তরফে রিলিজ করে দেওয়া হয় হার্ড হিটার শাহরুখ খানকে। তামিলনাড়ুর বিগ হিটার ছাড়াও রিলিজ করাদের তালিকায় রয়েছেন ভানুকা রাজাপক্ষে, মোহিত রাঠি, বলতেজ ধান্দা, রাজ অঙ্গদ বাওয়া।

IPL Kings XI Punjab PBKS Punjab Kings KXIP Indian Team Indian Cricket Team
Advertisment