MS Dhoni, IPL 2024: আইপিএলে তাঁর নাম নিলামে উঠেছিল ১৬ বছর আগে। সময়টা ২০০৮। এতদিন বাদে ধোনি ফাঁস করলেন কেন তিনি 'মার্কি' খেলোয়াড় হওয়ার অফার স্বেচ্ছায় ছেড়েছিলেন। ১৬ বছর আগে যখন তিনি নিলামে উঠেছিলেন, সেই সময় ছিলেন হাইয়েস্ট-পেইড প্লেয়ার। তখনই চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাঁকে ৬ কোটি টাকায় কিনেছিল। তখন থেকেই তিনি আইপিএলে চেন্নাইয়ের দলনেতা।
ধোনির চেন্নাই আইপিএলে বারবার সাফল্য পেয়েছে। সঙ্গে, পাল্লা দিয়ে বেড়েছে দলে ধোনির মাইনেও। সেদিনের ৬ কোটি এখন বেড়ে ১২ কোটি হয়ে গিয়েছে। ধোনিও আর আইপিএল নিলামে অংশ নেননি। নিজের আইপিএল কেরিয়ারের ১৬টা বছর চেন্নাইতেই কাটিয়ে দিয়েছেন। নিলামে তোলার আগে তাঁর কাছে 'মার্কি' খেলোয়াড় হওয়ারও প্রস্তাব ছিল। কিন্তু, ধোনি নিজেই সেই সময় চেয়েছিলেন নিলামে উঠতে।
সংবাদমাধ্যমে কারণটা ফাঁস করে ধোনি জানিয়েছেন, 'প্রথমে পাঁচ জন মার্কি খেলোয়াড়ের নাম ঘোষণা হয়েছিল। আমার কাছেও একটা ফ্র্যাঞ্চাইজির অফার ছিল। আমি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছিলাম মার্কি হব না, নিলামে উঠব। কারণ, আমি ২০০৭-এ টি২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। আমি সেই সময় সহজেই ১০ লক্ষ টাকা পেতে পারতাম। সেজন্যই ঝুঁকি নিয়েছিলাম। নিলামে অংশ নিই। যে দলগুলোর মার্কি খেলোয়াড় ছিল না, তারা আমাকে নিতে চাইছিল। তাতেই আমার নিলামের অঙ্কটা বেড়ে যায়।'
এই ব্যাপারে ধোনির হিসেবটা খুব সহজ। সেটা আরও সরল করে বুঝিয়ে তিনি বলেছেন, 'কেউ মার্কি খেলোয়াড় হলে, ফ্র্যাঞ্চাইজির মালিকদের মনে হয়, অন্য খেলোয়াড়কে যে দামে কিনেছি, মার্কি খেলোয়াড়কে তার চেয়ে ১০-১৫% বেশি টাকা দিলেই হবে। সেই কারণেই আমি নিলামে দর বাড়াতে নেমেছিলাম। কারণ, যে দলের মার্কি নেই, তারা আমাকে নিলে বেশি দর পেতাম। নিলামেই সিএসকে আমাকে কেনে। আমার দাম ওঠে ১.৫ মিলিয়ন ডলার (৬ কোটি টাকা)। আমার ভাবনাটা সেদিক থেকে বলা যায়, সফল হয়েছিল।'
আরও পড়ুন- একাই খেতেন চার জনের খাবার! টিম ইন্ডিয়ার এই মহাতারকার জীবন বদলেছে খাওয়া কমিয়েই
ধোনি কিছু বাড়িয়ে বলেননি। ২০০৮-এ চেন্নাইয়ের পাশাপাশি মুম্বইও ধোনিকে নিতে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু, চেন্নাইয়ের মত অত টাকা ধোনির পিছনে খরচা করতে চায়নি। আর, তাতে চেন্নাই লাভবানই হয়েছে। ধোনির নেতৃত্বে বর্তমানে আইপিএলে চেন্নাই অন্যতম সেরা শক্তি। পাঁচটি আইপিএলে ধোনি চেন্নাইকে জিতিয়েছেন। এবারের আইপিএলেও চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন। এখন তিনি চান এমন কাউকে, যাঁকে অধিনায়ক হওয়ার পাঠ পড়াবেন। যাতে তাঁর অবর্তমানে আইপিএলে ইয়েলো টিমের হাল শক্তপোক্ত কারও হাতেই থাকে।