অনেকেই তো ছিলেন। মুম্বই ইন্ডিয়ানসের (এমআই) ক্যাপ্টেনসি করার মত? কর্তারা যদি পাঁচ বারের আইপিএল জয়ী দলের সিনিয়রদের কাউকে প্রশ্নটা করতেন? মুহূর্তে 'হ্যাঁ' বলা বা ঘাড় কাত করতে কেউ বোধহয় দেরি করতেন না। কিন্তু, তারপরও কর্তাদের পছন্দ হার্দিকই কেন? বিশেষ করে সেই পরিস্থিতিতে, যখন ভারতীয় দলেও হার্দিক সম্পদ হয়ে উঠেছেন। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে সফল হলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হতে তাঁর বেশি দেরি লাগবে না। এমনটা বলাই যায়।
বড় ঝুঁকি
আর, এই সময়টাকেই যেন বেছে নিতে চেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ানসের কর্তারা। সাফল্যে ভরা একটা যুগের অবসান ঘটাতে এর চেয়ে ভালো সময় হয় না। নতুনের শুরুর জন্য এটাই সেরা চয়েস। যে নতুনের পথে তাঁরা রোহিতকে সরিয়ে চলাও শুরু করে দিয়েছেন। রোহিত ২০১৩-য় মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হয়েছিলেন। তারপর থেকে পাঁচটা ট্রফি জিতেছে দল- ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০-য়। ১০ বছরে পাঁচ। ভারতীয় ক্রিকেটের আদরের মাহি ছাড়া যে সাফল্য বাকিদের অধরা। এতটা সফল, সেই অধিনায়ক রোহিতকে সরিয়ে রীতিমতো বড় ঝুঁকি নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। যে ঝুঁকি শুধু যেন নতুনের তাড়নায় নেওয়া।
আগামীর তাড়না
ভারতীয় দলে পান্ডিয়া এখন নম্বর টু। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ছিলেন রোহিতের ডেপুটি। আইপিএলে গুজরাট টাইটানসে (জিটি) গেছিলেন। তিনিও যেন চেনা ড্রেসিংরুমে ফিরলেন শুধু আগামীর তাড়নায়। সম্ভাবনাকে সাফল্যের মালা পরাতে। আর, সেদিকে তাকিয়েই ফ্র্যাঞ্চাইজি দুবাইয়ের মিনি নিলামে দর হেঁকেছে। বিভিন্ন প্রতিবেদনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে পান্ডিয়া নেতৃত্ব দেওয়ার শর্তেই চেনা গলিতে ফিরলেন।
ছক কষেই নেতা বদল
রীতিমতো ছক কষেই চালটা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। হিটম্যান রোহিত এখন ৩৬। অফিস-কাছারিতে অল্পবয়সি হলেও ক্রিকেটীয় ফিটনেসের দুনিয়ায় বয়েসটা যথেষ্টই। তার ওপর পান্ডিয়া শেষ আইপিএলে গুজরাটকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন। টিম ইন্ডিয়ার নম্বর টু হয়ে দলকে ফাইনালে নিয়ে গেছেন। এসবকে কি আর উপেক্ষা করা যায়? এটা তো সত্যিই যে পারফরম্যান্স শেষ কথা বলে। তাছাড়া এটা তো প্রশ্নই, রোহিতই কি সাফল্যের শেষ সোপান? এর পরে কে ধরবেন হাল?
আরও পড়ুন- KR সুপারস্টারের অভিষেক ODI-তে! টিম ইন্ডিয়ার ভোলবদলে বিরাট আপডেট ক্যাপ্টেন রাহুলের
রোহিত এখন পড়ন্ত বেলা
পারফরম্যান্সের বিচার করলে বলতেই হয়, রোহিত এখন পড়ন্ত বেলা। অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে ছয় ম্যাচে ১১৬ করেছেন, গড় ১৯.৩৩। গত বছর আইসিসি ইভেন্টে একটা হাফ সেঞ্চুরি। এবছরের একদিনের বিশ্বকাপ শেষের পর একমাস কেটে গেলেও তাঁর টি২০ ভবিষ্যৎ স্পষ্ট করেননি হিটম্যান। অনেকে তো বলাবলি করছেন, রোহিত তাঁর শেষ টি২০ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে তিনি ফিরবেন টেস্ট সিরিজে গিয়ে। বর্তমানে যে ঘনঘন সূচি, সেখানে এই বিশ্রামের সময়টা বেশ লম্বা। খানিকটা যেন বয়সের বিচারেই। আর, পান্ডিয়ার সাফল্যও ফেলা যায় না। বিনা রোহিতে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেওয়া, ফাইনালে তোলা। ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে খেলা ২৫ ম্যাচের ১৩টিতেই দলকে নেতৃত্বদান। এসবই যেন ফ্র্যাঞ্চাইজির ভাবনাকে ঠেলে দিল, ২৪-এ নতুন করে শুরুর দিকে।