IPL 2025 MI vs RCB: বিরাটের বিরুদ্ধে আদৌ খেলবেন বুমরা-রোহিত? মুম্বইয়ের প্রথম একাদশ নিয়ে বাড়ছে ধোঁয়াশা

IPL 2025, MI vs RCB 20th Match, Full Squad, Playing 11: রোহিত শর্মা অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় গত ম্যাচে খেলতে পারেননি। জসপ্রীত বুমরার চোট সেরেছে।

IPL 2025, MI vs RCB 20th Match, Full Squad, Playing 11: রোহিত শর্মা অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় গত ম্যাচে খেলতে পারেননি। জসপ্রীত বুমরার চোট সেরেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2025 RCB vs MI: আজ বেঙ্গালুরুর সঙ্গে মহারণ মুম্বইয়ের, বুমরাহ-রোহিত কি খেলবেন?

IPL 2025 RCB vs MI: আজ বেঙ্গালুরুর সঙ্গে মহারণ মুম্বইয়ের, বুমরাহ-রোহিত কি খেলবেন?

IPL 2025, MI vs RCB Predicted Playing 11 Today Match, Full Squad: আজ হাড্ডাহাড্ডি লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২০ নম্বর ম্যাচে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানসের (MI)। মুম্বই (MI) এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। তারা রয়েছে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে। আর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে রয়েছে তালিকার তিন নম্বর স্থানে।   

Advertisment

মুম্বইয়ের ইতিবাচক দিকটা হল, দলের একনম্বর বোলার জসপ্রীত বুমরা দলে ফিরে এসেছেন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের পর থেকেই কোমরের ব্যথায় ভুগছিলেন বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি সুস্থ হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। বুমরা দলে ফেরায় মুম্বইয়ের পেস আক্রমণের শক্তি বেড়েছে। বুমরা ছাড়াও মুম্বইয়ের পেস স্কোয়াডে রয়েছেন দীপক চাহার, ট্রেন্ট বোল্ট এবং তরুণ-তরতাজা পেসার অশ্বনী কুমার। অবশ্য বুমরা দলে ঢুকলে অশ্বনীকে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হবে। মুম্বই দলে ইমপ্যাক্ট সাব হিসেবে আনা হতে পারে বিঘ্নেশ পুথুরকে। তবে, আরসিবি ম্যাচেও দল রোহিত শর্মাকে না-ও পেতে পারে। রোহিত গত ম্যাচেও খেলতে পারেননি। অনুশীলনের সময় তাঁর হাঁটুতে চোট লেগেছিল। তারপর থেকেই তিনি সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

আরসিবি তাদের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)-কে হারিয়েছে। তারা চেন্নাই সুপার কিংসকেও হারিয়েছে। হেরেছে গুজরাট টাইটানসের কাছে। সেটা অবশ্য বিশাল ব্যবধানে, আট উইকেটে। তারপরও অবশ্য একাদশে বিশেষ বদল আনছে না আরসিবি।  

আরসিবি বনাম এমআই সম্ভাব্য একাদশ (MI vs RCB Probable Playing 11)

Advertisment

মুম্বই ইন্ডিয়ানস: রোহিত শর্মা, রিয়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট। 
ইমপ্যাক্ট প্লেয়ার: বিঘ্নেশ পুথুর/অশ্বনী কুমার  

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। 
ইমপ্যাক্ট প্লেয়ার: সূযশ শর্মা/রসিক দার সালাম

আরও পড়ুন- রোহিত শর্মার ফিটনেস নিয়ে বড় আপডেট, গোপন কথা ফাঁস করলেন মুম্বই কোচ

দুই দলের স্কোয়াড

মুম্বই ইন্ডিয়ানস: রোহিত শর্মা, রিয়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার, বিঘ্নেশ পুথুর, করবিন বশচ, রাজ বাওয়া, রবিন মিনজ, সত্যনারায়ণ রাজু, মুজিব উর রহমান, কর্ণ শর্মা, রিস টপলে, বেভন জ্যাকবস, কৃষ্ণন শ্রীজিত, অর্জুন তেন্ডুলকর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফিলিপ সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সুযশ শর্মা, রসিক দার সালাম, মনোজ ভাণ্ডগে, জ্যাকব বেথেল, স্বপ্ননীল সিং, অভিনন্দন সিং, রোমারিও শেফার্ড, লুঙ্গি এনগিডি, নুয়ান থুশারা, মোহিত রাঠি, স্বস্তিক চিকারা। 

Royal Challengers Bengaluru Mumbai Indians IPL 2025