Advertisment

Adani Group-Gujarat Titans: IPL-এ বড় U-টার্ন ভারতের ধনীতম ব্যক্তির! মেগা ফ্র্যাঞ্চাইজি না কেনাতেই মনস্থির ধনকুবেরের

Torrent's deal for Gujarat Titans: পিছু হঠলেন ভারতের ধনীতম ব্যক্তি! IPL-এ মেগা ফ্র্যাঞ্চাইজি আর কিনবেন না

author-image
IE Bangla Sports Desk
New Update
Adani Group, Gujarat Titans, আদানি গ্রুপ, গুজরাট টাইটানস,

Adani Group-Gujarat Titans: মেগা ফ্র্যাঞ্চাইজি না কেনাতেই মনস্থির ধনকুবেরের। (ছবি- টুইটার)

Adani Group, Torrent's deal for Gujarat Titans: ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি বিলিয়ন ডলারের আইপিএল-জয়ী ফ্র্যাঞ্চাইজি কেনা থেকে পিছিয়ে গেলেন। সেই ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। তিনি ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস কেনার দৌড় থেকে পিছিয়ে গেছেন। এই ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ শেয়ার আহমেদাবাদের টরেন্ট গ্রুপ কিনতে পারে। দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, গুজরাট-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি বর্তমান মালিকদের সঙ্গে একটি মৌখিক চুক্তির মাধ্যমে মালিকানায় পরিবর্তন আনতে তৈরি হচ্ছে। সিভিসি ক্যাপিটাল পার্টনারস ১ বিলিয়ন মার্কিন ডলারের (৮,৩৯০ কোটি ভারতীয় টাকা/INR) চুক্তিতে ওই মালিকানা কিনতে চলেছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। 

Advertisment

রিপোর্ট অনুসারে, 'গুজরাট টাইটানসের জন্য টরেন্ট এবং সিভিসির একটি ভদ্রলোকের চুক্তি হয়েছে।  লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পরেই একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে।' ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মালিকানার লক-ইন মেয়াদ শেষ হওয়ার পরেই চুক্তিটি সম্পন্ন হবে। রিপোর্ট অনুযায়ী, চুক্তির ফলে টরেন্ট গ্রুপ ফ্র্যাঞ্চাইজির সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অধিগ্রহণ করবে। সেখানে সিভিসি (CVC) ক্যাপিটাল পার্টনারদের উল্লেখযোগ্য কম শেয়ার থাকবে।

রিপোর্ট অনুসারে, আদানি গ্রুপ দরদামের কারণেই চুক্তি থেকে পিছিয়ে গিয়েছে। আদানি গ্রুপের মূল ব্যবসা বিদ্যুৎ ক্ষেত্র এবং বন্দর। তার পাশাপাশি তারা অন্যান্য ক্ষেত্রেও বিনিয়োগ করতে চায়। আদানি এবং টরেন্ট গ্রুপ উভয়ই ২০২১ সালে গুজরাট ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে ছিল। আদানি ৫,১০০ কোটি এবং টরেন্ট ৪,৬৫৩ কোটি ভারতীয় টাকার দরপত্র দিয়েছিল। কিন্তু সিভিসি (CVC) ক্যাপিটাল অংশীদারদের সবচেয়ে বড় দর দিয়েছিল। যা ছিল ভারতীয় মুদ্রায় ৫,৬২৫ কোটি ভারতীয় টাকা।

আরও পড়ুন- ভারতকে কিছুই করতে পারবে না টাইগাররা! বোমা ফাটিয়ে বাংলাদেশ ভয়ঙ্কর অপমান কার্তিকের

চুক্তি অনুসারে মালিকানা বদলাতে ফ্র্যাঞ্চাইজিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। টরেন্ট গ্রুপ, আহমেদাবাদ-ভিত্তিক একটি সংস্থা। তাদের মূলধন ২ লক্ষ কোটি টাকা। সংস্থাটি বিদ্যুৎ এবং ফার্মা শিল্পে বিশেষজ্ঞ। ২০২১ সালের নিলামের আগে, ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেতে টরেন্ট স্পোর্টস ভেঞ্চারও চেষ্টা চালিয়েছিল। এদিকে টাইটানরা ২০২২ সালের শিরোপা জয়ের পর ২০২৩ মরশুমে ফাইনালে উঠেছিল। কিন্তু, ২০২৪ সালে তারা টুর্নামেন্টের সংক্ষিপ্ত ইতিহাসে প্রথমবারের মতো প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে।

IPL Gautam Adani adani-group Gujarat Titans
Advertisment