IPL 2025 : ঘরের মাঠে ফের মুখে চুনকালি মাখল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মঙ্গলবার (৮ এপ্রিল) তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে কেকেআর ব্রিগেড ৪ রানে হেরে যায়। লখনউয়ের হয়ে আকাশ দীপ এবং শার্দূল ঠাকুর দুটো করে উইকেট শিকার করেছেন।
এই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে ৬১ রান করেন। ভেঙ্কটেশ আইয়ার ৪৫ এবং সুনীল নারিন ৩০ রান করেন। রিঙ্কু সিং শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যান। কিন্তু, দলকে তিনি জেতাতে পারেননি। ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিঙ্কু।
কী বললেন রাহানে?
ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বললেন, 'দুটো দলের মধ্য়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টসের সময় আমি বলেইছিলাম, এই উইকেট ব্যাট করার জন্য যথেষ্ট ভাল। আমাদের কোনও অভিযোগ নেই। শেষপর্যন্ত লড়াই করে গিয়েছি। মাত্র ৪ রান করতে পারিনি।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, '২৩০-এর বেশি রান যখন তাড়া করতে হয়, তখন উইকেট পড়বেই। এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু, কলকাতা নাইট রাইডার্স দলের প্রত্যেক খেলোয়াড় যেভাবে লড়াই করেছে, তা সত্যই প্রশংসনীয়।'
এরপর খানিক দুঃখের সুরে রাহানে বললেন, 'মিডল ওভারে ব্যাটাররা যদি আরও কিছুটা সময় কাটাতে পারতেন, তাহলে এই ম্য়াচটা আমরা অবশ্য় জিততাম।' প্রসঙ্গত, পরপর চার ওভারে কেকেআর ব্রিগেড চারটে উইকেট হারানোর কারণে ম্য়াচটা হাতছাড়া হয়ে যায়। রাহানের কথায়, 'এই উইকেট ব্যাট করার জন্য একেবারে আদর্শ ছিল। মিডল ওভারে সচরাচর বরুণ এবং সুনীল রাজত্ব করেন। কিন্তু, আজ সুনীল সেই অর্থে জ্বলে উঠতে পারেনি। এটা বোলারদের কাছে বেশ কঠিন হয়ে যায়।'
মঙ্গলবার ইডেন গার্ডেন্সের উইকেটে একেবারে স্পিনের ঘনঘটা দেখতে পাওয়া যায়নি। তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্কের ঝড় উঠেছে। যেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন বল হাতে প্রায় প্রত্যেকটা ম্য়াচে ভয়ঙ্কর হয়ে উঠছেন, সেখানে এই উইকেটে তাঁরা উইকেট তো শিকার করতে পারলেনই না, উল্টে একগাদা রান দিয়ে এলেন।
এই ম্য়াচের পর কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে ষষ্ঠস্থানে নেমে এসেছে। পাঁচ ম্য়াচে তারা ৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এরমধ্য়ে তিনটে ম্য়াচ হেরে গিয়েছে। আর জিতেছে ২ ম্য়াচে। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল যে এমন পারফরম্য়ান্স করবে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেকেআর সমর্থকরা।