Advertisment

IPL 2025 Ashish Nehra: আইপিএলে গুজরাটের সঙ্গে নেহরার বিচ্ছেদ ঘিরে জোর জল্পনা! নতুন কোচ আন্তর্জাতিক তারকা?

IPL 2025: নেহরা এবং সোলাঙ্কি আইপিএল ২০২২-এ গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ashish Nehra, Yuvraj Singh, আশিস নেহরা, যুবরাজ সিং,

Ashish Nehra-Yuvraj Singh: বামদিকে আশিস নেহরা ও ডানদিকে যুবরাজ সিং। (ছবি- টুইটার)

IPL 2025 Ashish Nehra Yuvraj Singh: আইপিএল ২০২৫-এর আগে আশিস নেহরার সঙ্গে গুজরাট টাইনটানসের (জিটি) বিচ্ছেদ ঘটতে পারে। নেহরার জায়গায় কোচ হিসেবে নাম শোনা যাচ্ছে যুবরাজ সিংয়ের। প্রতিবেদন অনুযায়ী, নেহরার সঙ্গে বিক্রম সোলাঙ্কিও তিন মরশুম বাদে গুজরাট ছাড়ছেন। আর, সেটা হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)-এর আগেই।

Advertisment

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরসুমে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কোচিং সেটআপে কিছু বড় পরিবর্তন হতে চলেছে। গৌতম গম্ভীর, অভিষেক নায়ার এবং রায়ান টেন ডোসচেট ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে রিকি পন্টিংয়ের মেয়াদও শেষ হয়ে গিয়েছে।

জল্পনা চলছে যে অন্যান্য দলগুলোও তাদের সাপোর্ট স্টাফ বদলাতে পারে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, গুজরাট টাইটানসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে তাদের প্রধান কোচ আশিস নেহরা ও ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কির। ওই প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ২০২৫-এর আগেই গুজরাট টাইটানসের সঙ্গে সম্পর্ক চুকে যেতে পারে নেহরা ও সোলাঙ্কির। গত আইপিএলে জিটি (GT) ভালো কিছু করে দেখাতে পারেনি। শুভমান গিলের নেতৃত্বে গুজরাট পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে দৌড় শেষ করেছে। গিলের আগের বছর হার্দিক পান্ডিয়া ছিলেন জিটির অধিনায়ক। তাঁর দুই বছরের অধিনায়কত্বে জিটি প্রথম বছর আইপিএল জিতেছে। পরের বছর রানার্স হয়েছে।

নেহরা এবং সোলাঙ্কি আইপিএল ২০২২-এ গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন। অভিষেক মরশুমেই তাঁরা ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা পাইয়ে দিয়েছিলেন। ২০২৩-এ দল আইপিএল ফাইনাল খেলেছিল। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল। তবে, এবছর জিটি প্লে অফের যোগ্যতাই অর্জন করতে পারেনি। অধিনায়ক হিসেবে শুভমান গিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি, মহম্মদ শামিও অসুস্থ থাকায় জিটি এবছর শামিকে পায়নি। পান্ডিয়া আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন। তবে, তিনিও রোহিতের জায়গায় দায়িত্ব নিয়ে মুম্বইকে আইপিএলে এবছর সাফল্য এনে দিতে পারেননি।

আরও পড়ুন- সর্বোচ্চ সম্মান প্রদান অলিম্পিক কমিটির, প্রথম ভারতীয় হিসেবে বিরল কৃতিত্ব বিন্দ্রার

সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, এই পরিস্থিতিতে গুজরাট আগামী মরশুমের জন্য নেহরার বদলে কোচ হিসেবে যুবরাজ সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছে। ওই প্রতিবেদনে গুজরাটের এক কর্তার সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, 'অনেক পরিবর্তন ঘটতে পারে। আশিস নেহরা ও বিক্রম সোলাঙ্কি চলে যাওয়ার সম্ভাবনা আছে। যুবরাজ সিংকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে, এখনই কিছুই চূড়ান্ত হয়নি। কিন্তু, গুজরাট টাইটানসের কোচিং স্টাফ পরিবর্তন হতে পারে।'

Yuvraj Singh Hardik Pandya IPL gujrat Shubman Gill
Advertisment