Arshdeep Singh IPL Auction 2025: নিলামে ছয় দলের তুমুল লড়াই হল অর্শদীপ সিংয়ের জন্য। তবে আরটিএম কার্ড ব্যবহার করে শেষমেশ তারকা পেসারকে পাঞ্জাব কিংস নিজেদের ফ্র্যাঞ্চাইজিতেই ফিরিয়ে আনল।
নিলামে অর্শদীপ সিংয়ের নাম-ই প্ৰথম উঠেছিল। তারপরেই ছয় দল হা রে রে রে করে নেমে যায়। ১৫.৭৫ কোটিতে অর্শদীপের জন্য বিড জমা দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারপরেও পাঞ্জাব কিংস আরটিএম কার্ড ব্যবহারের মনস্থির করে। পাঞ্জাব কিংসের দর বাড়িয়ে দিয়ে হায়দরাবাদ ১৮ কোটিতে দাম নিয়ে যায় যাতে সম্মত হয় কিংসরা।
২০২৪ আইপিএল সিজন দারুণ কেটেছে অর্শদীপ সিংয়ের। ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ১০.০৯ ইকোনমিতে। ৮ ওয়ানডেতে ১২ উইকেটও নিয়েছেন। ৩২ রানে ৫ উইকেট শিকার করে অর্শদীপ সেরা বোলিং ফিগার-ও নিজের দখলে রেখেছেন।
আড়াই বছরে ৬০টি টি২০ কেরিয়ারে অর্শদীপ সিং পেরিয়ে গিয়েছেন গ্রেট জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমারদের মত তারকাদেরও। টি-২০ ফরম্যাটে ভারতীয় পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক আপাতত অর্শদীপই। শীর্ষে থাকা জুজবেন্দ্র চাহালকে (৯৬ উইকেট) ছাপিয়ে যেতে অর্শদীপের প্রয়োজন মাত্র ২ উইকেট।
আন্তর্জাতিক টি২০-তে অর্শদীপ ১৩টি টি২০ খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড কাপে খেলেছেন। টি২০ বিশ্বকাপে ভারতের সবথেকে বেশি উইকেট পাওয়া পেসার আপাতত তিনিই। ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়ে গিয়েছেন।
ভুবনেশ্বর কুমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুছে যাওয়ার পর অর্শদীপের সৌজন্যে পাওয়ার প্লের মধ্যে উইকেট তুলে নিতে কখনও সমস্যায় পড়েনি ভারত। এমনকি টি২০ দলে বুমরার অভাব-ও পূরণ করে দিয়েছেন সফলভাবে। টি২০ কেরিয়ারে ১৪৯ ম্যাচে ১৯৯ উইকেট দখল করেছেন তিনি।