Advertisment

IPL 2025 Mega Auction: মুস্তাফিজুরকে নিয়ে বড় সিদ্ধান্ত CSK-র! ধোনিকে নিয়ে সংশয়ের মধ্যেই টাইগার বোলারের হৃদয় ভাঙছে চেন্নাই

IPL 2025 Auction Retention Rule: আইপিএলের নিলামের আগে কজন ক্রিকেটারকে রিটেন করা যাবে, কয়েক ঘন্টার মধ্যেই জানিয়ে দেবে বিসিসিআই। ধোনিকে নিয়ে এখনও সংশয়ে সিএসকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
CSk, IPL, MS Dhoni, IPL auction, সিএসকে, চেন্নাই সুপার কিংস, আইপিএল, আইপিএল নিলাম, চেন্নাই সুপার কিংস

আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে)

IPL 2025 Auction Player Retention Rule: বোর্ডের তরফে সরকারিভাবে এখনও রিটেনশনের জন্য রিটেনশন নীতি খোলসা করা হয়নি। এদিকে সিএসকে আবার ধোনির তরফে আগামী সিজনে খেলার বিষয়ে এখনও নিশ্চয়তা পায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রের খবর, ধোনি এখনও নিজে আসন্ন আইপিএলে খেলার বিষয়ে সবুজ সংকেত যেমন দেননি, তেমন নিজেকে সরিয়ে নেওয়ার কথাও জানাননি।

Advertisment

নেতৃত্ব পর্বের হস্তান্তর মসৃণভাবে মেটার পর আপাতত সিএসকের নজর মেগা নিলাম পর্বের আগে ধোনি দলকে কী বার্তা দেন। সিএসকের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানাচ্ছেন, "ওঁর তরফে আমরা এখনও নিশ্চিত করে কোনও বার্তা পাইনি। বোর্ডের তরফে একবার রিটেনশনের জন্য নির্দিষ্ট প্লেয়ার সংখ্যা জানিয়ে দেওয়ার পরেই আমাদের কাছে বিষয়টি আরও স্পষ্ট হবে।"

ধোনি যদি আইপিএলে খেলার ইচ্ছাপ্রকাশ করেন, তাহলে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির রিটেন করা তারকাদের মধ্যে থাকতে হবে তাঁকে। ধোনি নিজেকে রিটেন করা প্লেয়ারদের মধ্যে সবথেকে কম-দরের তারকাদের ব্র্যাকেটে রাখতে পারেন। কয়েকদিন আগেই বোর্ডের সঙ্গে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধিদের যে বৈঠক হয়েছিল, সেখানে এমনও দাবি ওঠে যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছর আগে অবসর নেওয়া তারকাদের 'আনক্যাপড' ক্যাটাগরিতে রাখা হোক। রিটেনশন নিয়ম স্পষ্ট করে দিলেই এই সংক্রান্ত বিষয়টি আরও স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে।

গত সিজনে গ্রুপ পর্ব থেকেই সিএসকের বিদায় সম্পন্ন হওয়ার পর ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। চলতি বছরের জুলাইয়ে ৪৩-এ পা রাখা ধোনি পায়ের হালকা চোট নিয়েই গোটা সিজন খেলে গিয়েছিলেন। সিজন শুরুর আগেই সিএসকের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াডের হাতে। ইনিংসের শেষের দিকে ধোনিকে ব্যাট করতে দেখা গিয়েছিল। ৭৩ ডেলিভারিতে ১৬১ রান করে যান ১১ ইনিংসে। কেরিয়ারের সেরা আইপিএল স্ট্রাইক রেট ২২০.৫৫ সমেত সিজন শেষ করেন মহাতারকা।

নেতৃত্ব হস্তান্তর পর্ব মসৃণভাবে সমাপ্ত হওয়ার পর ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে যে কোনও ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত। জানা গিয়েছে, ধোনি খেলুক না না খেলুক সিএসকে ইতিমধ্যেই একজন উইকেটকিপার ব্যাটারকে চাইছে প্ৰথম একাদশে। যিনি নিয়মিত খেলবেন তাঁদের হয়ে। ধোনিকে নিয়ে সংশয় থাকলেও সিএসকের তরফে ইতিমধ্যেই রিটেনশনের তালিকা তৈরি করে ফেলা হয়েছে। এই তালিকায় রয়েছেন রুতুরাজ গায়কোয়াড, মাথিসা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা। পুরো স্কোয়াডের সঙ্গেই ছেঁটে ফেলা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে।

শ্রীলঙ্কান পেসারকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে পেয়েছিল সিএসকে। আগামী সিজনের জন্য তারকা স্পিডস্টারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফে যদি একের বেশি বিদেশিকে রিটেন করার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়, তাহলে দেখার সিএসকের নীতি কী হতে চলেছে। ডেভন কনওয়ে উইকেটকিপারের ভূমিকা নিতে পারেন।

তবে রচিন রবীন্দ্র এবং ড্যারেল মিচেলের অলরাউন্ড কোয়ালিটি বিবেচ্য হলে এই দুই তারকার মধ্যেও একজনকে বাছা হতে পারে। রচিনকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তিনি সিএসকের হাই পারফরম্যান্স সেন্টারে শ্রীলঙ্কা সফরের আগে অনুশীলনও করেছেন। ধোনি যদি কোনও কারণে আর খেলতে রাজি না হন তাহলে সিএসকে পাঁচজন ক্রিকেটারকে রিটেন করার পথে হাঁটবে, নাকি নিলাম থেকেই পুরো স্কোয়াড বেছে নেওয়ার সাহস দেখাবে, সেটাই দেখার বিষয় হতে চলেছে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Chennai Super Kings CSK MS DHONI BCCI Mahendra Sing Dhoni ipl auction IPL 2024
Advertisment