Juhi Chawla Daughter: 'মেয়েটা কে?', এই প্রশ্নটাই ঘুরেফিরে এল আইপিএল নিলামে। সৌদির জেড্ডায় এভাবেই নিলামের আকর্ষণ হয়ে উঠলেন জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনদের একাংশও। জুহির প্রতিনিধি হিসেবেই নিলামে যোগ দিয়েছেন জাহ্নবী।
জেড্ডার আবাদি আল জোহরে বিভিন্ন দলের মালিক এবং তাঁদের প্রতিনিধিরাও জাহ্নবীকে দেখছিলেন। তাঁদেরও আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন জুহির মেয়ে। আর, তারপরই জাহ্নবীর বেশ কিছু ক্লিপ আর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
নিলামে তাঁর অংশ নেওয়ার ছবিও ছড়িয়েছে নেট দুনিয়ায়। সাদা টি-শার্ট আর গাঢ় মখমলের জ্যাকেটে নিলামে যোগ দিয়েছিলেন কেকেআরের এই অন্যতম প্রতিনিধি। নিলামে তো একজন কৌতূহল চাপতে না জিজ্ঞাসাই করে বসলেন, 'ও কি জুহি চাওলার মেয়ে?'
আরও পড়ুন: কম টাকায় দামি প্লেয়ার কিনে, বাকিদের খরচ করালেন কোটি কোটি! নিলামের মাস্টারমাইন্ড এই গান্ধী, চিনে নিন
অন্য আরেকজন আবার পাশের জনকে জিজ্ঞাসা করলেন, 'মেয়েটা কে?' তৃতীয় একজনকে আবার বলতে শোনা গেল, 'কেকেআর টেবিলে বসে থাকা মেয়েটা কে? খুব সুন্দর দেখাচ্ছে!' তারপরই জানা গেল, তিনি জাহ্নবী মেহতা। অভিনেত্রী জুহি চাওলা ও জয় মেহতার মেয়ে।
The ‘Jaan💜’ of our Knight Riders Fam completes another trip around the sun!
— KolkataKnightRiders (@KKRiders) February 21, 2023
Happy Birthday, Jahnavi! 🎉#JahnaviMehta #KnightRidersFamily pic.twitter.com/lx5zAa5BRO
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালকিন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এই নিয়ে দ্বিতীয়বার তাঁর মা ও বাবার হয়ে নিলামে কেকেআরের প্রতিনিধিত্ব করছেন। খবরে প্রকাশ, জুহি নিজে তাঁর মেয়েকে ক্রিকেটপ্রেমী বলেই বর্ণনা করেছেন।
মেয়ের সম্পর্কে মা জুহির দাবি, 'খেলাধূলা নিয়ে জ্ঞানটা ওঁর কাছে যেন একটা স্বাভাবিক ব্যাপার!' জুহি চাওলা একটা সময় বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন। নিজে বিউটি কনটেস্টেও জিতেছিলেন। পাশাপাশি, বিভিন্ন গুণ ছিল তাঁর। তিনি বিখ্যাত শিল্পপতি জয় মেহতাকে বিয়ে করেছেন। তারপরই বলিউডে অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছেন এই অভিনেত্রী।
তাঁর মেয়েকে জাহ্নবীকেও তিনি অভিনয় জগতে পা রাখতে দেননি। তবে, বলিউড সূত্রেই শাহরুখের সঙ্গে জুহির দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। সেই সুবাদে শাহরুখ ও জুহি কলকাতা নাইট রাইডার্সের মালিক। সেখানে শাহরুখের হয়ে কেকেআরের খেলাগুলোয় মাঠে থাকতে দেখা যায় তাঁর মেয়ে সুহানাকে।
কিন্তু, জাহ্নবী মেহতাকে সেভাবে দেখা যায়নি। তারপরও নিলামে অংশ নিয়ে সেই জাহ্নবীই সবার নজর কেড়ে নিলেন। শোনা যায়, তাঁর পরিবারের হয়ে ব্যবসার দেখভালও করেন জুহির কন্যা। বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে সেভাবেই লেখাপড়া শিখে এসেছেন তিনি। তাই নিজের মেয়েকেই কেকেআরের নিলামে প্রতিনিধি করে পাঠাতে দ্বিধা করেননি জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা।