Advertisment

Rishabh Pant sold to LSG: IPL নিলামে সবথেকে দামি পন্থ! সব রেকর্ড ধুয়েমুছে খেলবেন বাঙালি মালিকের ফ্র্যাঞ্চাইজিতে

IPL Auction 2025: আগামী সিজনে লখনৌ সুপার জায়ান্টসে খেলবেন ঋষভ পন্থ। সর্বাধিক দাম পেয়ে নিলামে ইতিহাস গড়লেন সুপারস্টার ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant, ঋষভ পন্থ,

Rishabh Pant: ঋষভ বর্তমানে পার্থ টেস্টে খেলছেন। (ছবি- টুইটার)

Rishabh Pant in IPL Auction: মাত্র কয়েক মিনিটের ব্যবধান। শ্রেয়স আইয়ার নিলামে ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব কিংসে বিক্রি হয়ে সর্বাধিক দাম পেয়ে রেকর্ড করে ফেলেছিলেন। সেই রেকর্ড ভেঙে পন্থ সিংহাসনে বসে গেলেন কয়েক মিনিট পরেই। দিল্লি ক্যাপিটালস ছেড়ে পন্থের নতুন ঠিকানা এবার লখনৌ সুপার জায়ান্টস। বিক্রি হলেন ২৭ কোটিতে।

Advertisment

দিল্লি ক্যাপিটালস পন্থকে রাখতে চেয়ে ২০.৭৫ কোটি দর হেঁকেছিল। তবে হাল ছাড়েনি লখনৌ। ২৭ কোটি দাম দিয়ে আইপিএলের সর্বাধিক দাম দিয়ে পন্থকে সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে এলেন নিজের ফ্র্যাঞ্চাইজিতে।

গাড়ি দুর্ঘটনার পরেও পন্থ সমস্ত দলের অপরিহার্য অংশ ছিলেন। দিল্লি ক্যাপিটালস হোক বা টিম ইন্ডিয়া পন্থের দীর্ঘ এক বছরের বেশি সময়ের অনুপস্থিতি ভরাট করতে সমস্যায় পড়েছিল প্রত্যেক দলই।

২০১৬-য় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক ঘটান। তখন ফ্র্যাঞ্চাইজি ছিল দিল্লি ডেয়ারডেভিলস-এর নামে। তবে সেই ফ্র্যাঞ্চাইজি এই নিলামের আগে তাঁকে রিটেন করেনি।

১১১ আইপিএল ম্যাচে এই বিধ্বংসী উইকেটকিপার ব্যাটার ৩২৮৪ রান করেছেন ১৪৮.৯৩ স্ট্রাইক রেট সমেত। ভারতের হয়ে ৬৬ টি২০ ম্যাচে পন্থের রান ১২০৯ রান। স্ট্রাইক রেট ১২৭.২৬।

আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে অবশ্য নিজের নামের সুবিচার করতে পারেননি তিনি। এই সিজনে সেই প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবেন তিনি।

IPL Rishabh Pant Mega Auction Lucknow Super Giants ipl auction Delhi Capitals
Advertisment