/indian-express-bangla/media/media_files/2024/11/24/XS4xdTgAoilX0h5vEcfD.jpg)
IPL-Shreyas: শ্রেয়স গেলেন নতুন দলে। (ছবি- আইপিএল)
Shreyas Iyer in IPL Auction: আইপিএল নিলাম শুরু হতে ইতিহাস গড়লেন কেকেআর ছেড়ে চলে যাওয়া শ্রেয়স আইয়ার। রবিবারের মেগা নিলামে প্ৰথম ক্রিকেটার হিসেবে ২৫ কোটির সীমা ছাড়িয়ে গেলেন তিনি। ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব কিংসে বিক্রি হওয়ার পর আইপিএলের ইতিহাসে সবথেকে দামি তারকার মর্যাদা পেয়ে গেলেন।
কেকেআরকে তৃতীয় বারের মত আইপিএল জেতানোর পর শ্রেয়সের আগামী সিজনে ঠিকানা হতে চলেছে পাঞ্জাব কিংস। ২৫.৭৫ কোটিতে কেকেআরের মিচেল স্টার্ককে কেনার রেকর্ড পেরিয়ে গেলেন এবার।
আইয়ারকে নিয়ে নিলামে উৎসাহী ছিল তাঁর সদ্য পুরোনো ফ্র্যাঞ্চাইজি কেকেআর, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস।
২০২২-এ শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। তবে চোটের কারণে ২০২৩ আইপিএল পুরোটাই মিস করেন তারকা। ২০২৪-এ দলের নেতৃত্বে প্রত্যাবর্তন করেন তিনি।
তাঁর অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজি ২০২২-এ সপ্তম হওয়ার পর ২০২৪-এ চ্যাম্পিয়নের শিরোপা জেতে। ব্যাট হাতে ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে তারকার। ২৯ ম্যাচে দলের হয়ে ৭৫২ রান করেছেন। ৩৪.১৪ গড় এবং ১৪০.০৪ স্ট্রাইক রেটে।
এবার ঘরোয়া ক্রিকেটের শুরুটা মোটেই ভালো হয়নি তারকার। দলীপ ট্রফি এবং রঞ্জি মিলিয়ে পাঁচ ম্যাচের তিনটিতেই শূন্য করেছিলেন। তবে পরের রঞ্জি রাউন্ডের ম্যাচ গুলোতে দ্রুত ফর্মে ফেরেন তিনি। ওড়িশার বিরুদ্ধে কেরিয়ারের সেরা ২৩৩-ও হাঁকান।নিলামের ঠিক আগেই হায়দরাবাদে মুম্বইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান হাঁকিয়ে যান। ১০ ছক্কা, ২১ বাউন্ডারিতে সেঞ্চুরি করে যান।
আইপিএলে এখনও শতরানের দেখা পাননি। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনটে সেঞ্চুরি করে ফেলেছেন ইতিমধ্যেই। যা কোনও ব্যাটারের করা যুগ্ম সর্বোচ্চ।
আইপিএলে ১১৫ ম্যাচে ৩১২৭ রান করেছেন ১২৭.৪৮ স্ট্রাইক রেটে। ২০১৫-য় তখনকার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অভিষেক সিজনেই আইপিএলের এমার্জিং ক্রিকেটারের পুরস্কার জিতে নেন। ২০২২-এ কেকেআরে চলে আসেন নেতা হওয়ার বাসনায়। তবে এই নিলামের আগে বেতন সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায় তাঁকে রিলিজ করে দেয় কেকেআর।