/indian-express-bangla/media/media_files/2025/03/30/iXwVTEpxPINLeVomXFHp.jpg)
DC vs SRH: বিশাখাপত্তনমে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। (গ্রাফিক্স- কৌশিক বিশ্বাস)
IPL 2025, DC vs SRH HighlightsScore: Toss, Playing XI, and Squad Updates: দিল্লি ক্যাপিটালসের কাছে নাস্তানাবুদ হয়ে ঘরের মাঠেই ৭ উইকেটে পরাজিত সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৫ এর এই ১০ম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছিল ১৬৩ রান। জবাবে ১৬ ওভার ৩ উইকেটে ১৬৬ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস।
অভিষেক পোরেল ১৮ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৪ রান ও ট্রিস্তান স্টাবস ১৪ বলে ৩টি চার-সহ ২১ রানে অপরাজিত থেকে যান। এর আগে জিশান আনসারির বলে আউট হন দিল্লির উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। তিনি ৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৫ রান করেন। তার আগে ফিরে যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ। তিনি ৩২ বলে ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ রান করেন। ফাফ ডু প্লেসিস ২৭ বলে ৩টি চার এবং ৩টি ছয় মেরে ৫০ রান করেন। তিনি জিশান আনসারির বলে ধরা পড়েন উইলেম মুল্ডারের হাতে।
এর আগে প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৪ ওভারে ১০ উইকেটে তোলে ১৬৩ রান। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন হর্ষাল প্যাটেল। তিনি ৯ বলে ৫ রান করেছেন। স্টার্কের বলেই ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েন উইলেম মুল্ডার। তিনি ১১ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েন অনিকেত বর্মা। তিনি ৪১ বলে ৫টি চার এবং ৬টি ছয়-সহ ৭৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি ৭ বলে ২ রান করেছেন। কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েছেন অভিনব মনোহর।
তিনি ৬ বলে ৪ রান করেছেন। মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়েছেন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
দুই দলের একাদশ
হায়দরাবাদের একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (সি), জিশান আনসারি, হর্ষাল প্যাটেল, মহম্মদ শামি।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (সি), ট্রিস্তান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার
-
Mar 30, 2025 18:45 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে
দিল্লি ক্যাপিটালসের কাছে নাস্তানাবুদ হয়ে ঘরের মাঠেই ৭ উইকেটে পরাজিত সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৫ এর এই ১০ম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৪ ওভারে ১০ উইকেটে তুলেছিল ১৬৩ রান। জবাবে ১৬ ওভার ৩ উইকেটে ১৬৬ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোরেল ১৮ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৪ রান ও ট্রিস্তান স্টাবস ১৪ বলে ৩টি চার-সহ ২১ রানে অপরাজিত থেকে যান। এর আগে জিশান আনসারির বলে আউট হন দিল্লির উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। তিনি ৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৫ রান করেন। তার আগে ফিরে যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ। তিনি ৩২ বলে ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ রান করেন। ফাফ ডু প্লেসিস ২৭ বলে ৩টি চার এবং ৩টি ছয় মেরে ৫০ রান করেন। তিনি জিশান আনসারির বলে ধরা পড়েন উইলেম মুল্ডারের হাতে।
-
Mar 30, 2025 18:23 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: দিল্লি ক্যাপিটালসের ৩য় উইকেটের পতন, ফিরলেন কেএল রাহুল
জিশান আনসারির বলে আউট হলেন দিল্লির উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। তিনি ৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৫ রান করেছেন। তার আগে ফিরেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ। তিনি ৩২ বলে ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ রান করেছেন। এর আগে ফিরে যান ফাফ ডু প্লেসিস। ২৭ বলে ৩টি চার এবং ৩টি ছয় মেরে তিনি ৫০ রান করেছেন। জিশান আনসারির বলে ধরা পড়েছেন উইলেম মুল্ডারের হাতে।
-
Mar 30, 2025 18:13 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: দিল্লির ২য় উইকেটের পতন
দিল্লির ২য় উইকেটের পতন। ফিরলেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ। তিনি ৩২ বলে ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ রান করেছেন। এর আগে ফিরে যান ফাফ ডু প্লেসিস। ২৭ বলে ৩টি চার এবং ৩টি ছয় মেরে তিনি ৫০ রান করেছেন। জিশান আনসারির বলে ধরা পড়েছেন উইলেম মুল্ডারের হাতে।
-
Mar 30, 2025 17:15 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্স ১৮.৪ ওভারে ১৬৩ অলআউট
আইপিএল ২০২৫ এর ১০ম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৪ ওভারে ১০ উইকেটে তুলল ১৬৩ রান। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন হর্ষাল প্যাটেল। তিনি ৯ বলে ৫ রান করেছেন। স্টার্কের বলেই ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েন উইলেম মুল্ডার। তিনি ১১ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েন অনিকেত বর্মা। তিনি ৪১ বলে ৫টি চার এবং ৬টি ছয়-সহ ৭৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি ৭ বলে ২ রান করেছেন। কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েছেন অভিনব মনোহর। তিনি ৬ বলে ৪ রান করেছেন। মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়েছেন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 17:00 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ৮ম উইকেটের পতন, ফিরলেন অনিকেত বর্মা
কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়লেন অনিকেত বর্মা। তিনি ৪১ বলে ৫টি চার এবং ৬টি ছয়-সহ ৭৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়েছেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি ৭ বলে ২ রান করেছেন। কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েছেন অভিনব মনোহর। তিনি ৬ বলে ৪ রান করেছেন। মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়েছেন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 16:48 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ৭ম উইকেটের পতন, ফিরলেন কামিন্স
কুলদীপ যাদবের বলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের হাতে ধরা পড়লেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৭ বলে ২ রান করেছেন। কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়েছেন অভিনব মনোহর। তিনি ৬ বলে ৪ রান করেছেন। মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়েছেন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 16:43 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন মনোহর
কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ধরা পড়লেন অভিনব মনোহর। তিনি ৬ বলে ৪ রান করেছেন। মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়েন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়লেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 16:36 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ৫ম উইকেটের পতন, ফিরলেন ক্লাসেন
মোহিত শর্মার বলে, বিপ্রজ নিগমের হাতে ধরা পড়লেন সাইরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়লেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 16:05 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন হেড
মিচেল স্টার্কের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়লেন ট্রাভিস হেড। ১২ বলে ৪টি চার-সহ হেড ২২ রান করেছেন। মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 15:56 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: ফিরে দেখা
সানরাইজার্স ইতিমধ্যে চলতি আইপিএলে ২৮৬ রান তুলেছে, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। তবে গত বৃহস্পতিবার এলএসজি-র বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে সাইরাইজার্সের ব্যাটিংকে রীতিমতো অসহায় দেখিয়েছে। ট্র্যাভিস হেড ৪৭ রান করলেও, অন্য বড় হিটারদের মধ্যে ঈশান কিষাণ শূন্য রানে আউট হয়েছেন এবং হেনরিক ক্লাসেন দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিলেন। সেই সময় ক্লাসেন সদ্য ছন্দে আসছিলেন। শেষদিকে অনিকেত ভার্মার ১৩ বলে ৩৬ রানের দুর্দান্ত ইনিংস এবং প্যাট কামিন্সের ৩ বলে ৩টি ছক্কার সুবাদে সানরাইজার্স কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে। না-হলে আরও কম রানে তাদের থামতে হত। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসও তাদের ব্যাটিং নিয়ে চিন্তিত। গত ২৪ মার্চ এলএসজির বিরুদ্ধে ২১০ রান তাড়া করতে গিয়ে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি মাত্র ৬৫ রানে ৫ উইকেট হারিয়েছে। টপ-অর্ডারে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১), ফাফ ডু প্লেসিস (২৯), অভিষেক পোরেল (০), সমীর রিজভি (৪) এবং অক্ষর প্যাটেল (২২) দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন।
-
Mar 30, 2025 15:52 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ৩য় উইকেটের পতন, ফিরলেন নীতীশ কুমার রেড্ডি
মিচেল স্টার্কের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়লেন নীতীশকুমার রেড্ডি। তিনি ২ বল খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 15:47 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্সের ২য় উইকেটের পতন, ফিরলেন ঈশান কিষাণ
মিচেল স্টার্কের বলে ৫ বলে ২ রান করে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়লেন ঈশান কিষাণ। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম।
-
Mar 30, 2025 15:42 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: পিচ রিপোর্ট
বিশাখাপত্তনমের পিচ ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট অনুকূল। তা দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের শেষ ম্যাচেই স্পষ্ট হয়েছে। সেই ম্যাচে দুই দল মিলে ৩৪টি চার ও ২৯টি ছক্কা হাঁকিয়েছিল। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাদের বিধ্বংসী ব্যাটিং ফর্ম বজায় রাখতে চাইবে, যা গত এক বছরে তাদের একটি স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। তবে দিল্লি ক্যাপিটালস (DC), যারা লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারিয়ে এসেছে, এসআরএইচ-এর শক্তিশালী ব্যাটিং লাইনআপ সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকবে। সঙ্গে অবশ্য তাদের মাথায় এটাও থাকবে যে, এলএসজি শেষ ম্যাচে হায়দরাবাদে প্যাট কামিন্স ও তার দলকে ২০০ রানের নীচে আটকে দিয়েছিল।
-
Mar 30, 2025 15:39 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্স ১ম উইকেটের পতন
শুরুতেই ধাক্কা সানরাইজার্সের। প্রথম উইকেটের পতন ঘটেছে। ১ বলে ১ রান করার পরই রান আউট হয়েছেন অভিষেক শর্মা। তাঁকে রান আউট করেছেন বিপ্রজ নিগম। ক্রিজ সামলাচ্ছেন ট্রাভিস হেড ও ঈশান কিষাণ।
-
Mar 30, 2025 15:33 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: সানরাইজার্স একাদশে বদল
সানরাইজার্সের বোলিং লাইনআপে সিমরজিৎ সিংয়ের জায়গায় জিশান আনসারি ঢুকেছেন। নজর রাখার মত নতুন নাম জিশান। কিন্তু শুরুতে, সকলের নজর থাকবে বিকেলের ম্যাচে ত্রাভিশেকের ওপর। অর্থাৎ ট্রাভিস হেড আর অভিষেক শর্মার ওপর। কারণ, এই পিচে ব্যাটিং দিনের শেষে সবচেয়ে সহজ হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাঁরা মনে করছেন বড় স্কোর তৈরি হবে এই ম্যাচে।
-
Mar 30, 2025 15:30 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: দুই দলের একাদশ
হায়দরাবাদের একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (সি), জিশান আনসারি, হর্ষাল প্যাটেল, মহম্মদ শামি।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (সি), ট্রিস্তান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার
-
Mar 30, 2025 15:06 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: টস জিতলেন কামিন্স, প্রথমে ব্যাটিং সানরাইজার্সের
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সের। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছেন, টস জিতলে তাঁরাই প্রথমে ব্যাটিং করতেন। ভারতের প্রাক্তন মহিলা কোচ ডব্লিউভি রমন মনে করেন, দিনের খেলায় বিকেলের পরে স্পিনাররা এই পিচে কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। কারণ মাঠে রোদের তাপে তেতে উঠেছে।
-
Mar 30, 2025 15:02 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: দুই দলের স্কোয়াড
দিল্লি ক্যাপিটালস: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ফাফ ডু প্লেসিস, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার, করুণ নায়ার, ডোনোভান ফেরেইরা, ত্রিপুরানা বিজয়, দর্শন নালকাণ্ডে, দুষ্মন্ত চামিরা, কেএল রাহুল, টি নজরাজন, অজয় যাদব মণ্ডল, মানবন্ত কুমার এল, মাধব তিওয়ারি
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষাল প্যাটেল, মহম্মদ শামি, সিমারজিৎ সিং, অ্যাডাম জাম্পা, শচীন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, উইলেম মুল্ডার, কামিন্দু মেন্ডিস, রাহুল চাহার, অথর্ব তাইদে, ঈশান মালিঙ্গা
-
Mar 30, 2025 14:55 IST
DC vs SRH LIVE Score, IPL 2025: নমস্কার! বিশাখাপত্তনমে দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে স্বাগত
বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ (ACA-VDCA) ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ ম্যাচে আমাদের লাইভ ব্লগে আপনাকে স্বাগত।