Advertisment

Rishabh Pant-Delhi Capitals: দিল্লি ছাড়া এখন সময়ের অপেক্ষা! পন্থকে নিয়ে নিলামে দঙ্গলের অপেক্ষায় তিন ফ্র্যাঞ্চাইজি

Rishabh Pant on IPL auction: দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন ঋষভ ছিলেন। এবার দিল্লির জার্সি খুলে ফেলতে পারেন তারকা কিপার ব্যাটার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
NULL

Rishabh Pant to leave Delhi Capitals: নিলামের আগে পন্থকে নিয়ে তৎপরতা তুঙ্গে দিল্লির (টুইটার)

Rishabh Pant on IPL auction: আইপিএলে রিটেনশনের নাম জমা দেওয়ার দিন যত এগিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে সমস্ত ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে। রিটেনশনের ডেডলাইন পেরোনোর আগেই এবার আলোচনার কেন্দ্রে ঋষভ পন্থ। আইপিএলে তাঁর সম্ভাব্য দল বদল ঘিরে আলোচনা তুঙ্গে।

Advertisment

এমনিতে কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল বড় মুখ করে বলে ফেলেছিলেন, পন্থকে তাঁরা শীর্ষ তারকা হিসাবেই রিটেন করবেন। তবে পন্থ যে দিল্লিতেই থাকবেন, এমনটা এখন জোর গলায় বলা যাচ্ছে না।

জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যমের বক্তব্য অনুযায়ী, পন্থকে যদি আসন্ন আইপিএলে অন্য দলের জার্সিতে খেলতে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আসলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে এবার মালিকানা সংক্রান্ত একাধিক বিষয়ে রদবদল হয়েছে। দুই অংশীদার জিএমআর এবং জেএসডব্লিউ গ্রুপ নিজেদের মধ্যে ফ্র্যাঞ্চাইজির অপারেশনের বিভিন্ন দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে।

এই কারণেই একাধিক বিষয় অদলবদল হয়েছে। যেমন দিল্লি ক্যাপিটালস-এর ক্রিকেট ডিরেক্টর পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া হলেও জেএসডব্লিউ গ্রুপের ক্রিকেট ডিরেক্টর হয়েছেন তিনি। গোটা ফ্র্যাঞ্চাইজি নয়, বরং ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশীদার-সংস্থার ক্রিকেট বিষয়ক জিনিসপত্র দেখভাল করবেন মহারাজ।

তেমনই এবার পন্থকে নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে দিল্লি। পন্থকে যে দিল্লি শীর্ষ তারকা হিসাবে রিটেন করবে, তা এখনও নিশ্চিত নয়। আর দিল্লির এই সিদ্ধান্তের অপেক্ষায় তাকিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

পাঞ্জাব কিংস যেমন নতুন নেতার সন্ধান করছে আগামী নিলামের আগেই। শিখর ধাওয়ান অবসর নেওয়ার পর নতুন ক্যাপ্টেন ঠিক করতে হবে প্রীতি জিন্টার দলকে। দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তাঁরা।

একইভাবে কেএল রাহুলকে লখনৌয়ের রিলিজ করার বিষয়টি প্রায় পাকা। মেন্টর জাহির খান বড়সড় রিপোর্ট জমা দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিকে। যেখানে দেখা গিয়েছে, রাহুল দীর্ঘ সময় ধরে ক্রিজে ব্যাট করলে বিপদ বাড়ছে লখনৌয়ের। স্ট্রাইক রেট দুর্বল হওয়ায় অনেক ম্যাচে রাহুল বড় স্কোর করলেও হারতে হয়েছে লখনৌকে।

তাঁকে রিলিজ করলে নতুন ক্যাপ্টেন ঠিক করতে হবে গোয়েঙ্কাদের। এমন অবস্থায় লখনৌ নাকি পন্থকে পেতে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে। এমনটাই সূত্রের খবর। সবমিলিয়ে পন্থের জন্য আইপিএলের রিটেনশনের শেষবেলায় হাজির রুদ্ধশ্বাস টেনশন।

এই তালিকায় আবার নাম লিখিয়েছে আরসিবিও। বিরাট কোহলির জমানা শেষের পর অধিনায়ক হিসেবে আনা হয়েছিল ফাফ ডুপ্লেসিসকে। তবে প্রোটিয়াজ সুপারস্টার টানা কয়েক সিজন দলকে নেতৃত্ব দিয়েও ট্রফির মুখ দেখাতে পারেননি। এবার পন্থকে পেলে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করতে পারবে আরসিবি। কয়েকদিন ধর্র আবার রোহিতের আরসিবিতে পদার্পণ নিয়েও আলোচনা তুঙ্গে উঠেছে।

RCB Kings XI Punjab Rishabh Pant IPL KL Rahul Delhi Capitals Punjab Kings
Advertisment