/indian-express-bangla/media/media_files/2025/03/21/bZjPSYUGXBjngrgEET88.jpg)
শাহরুখ খান এবং বিরাট কোহলি
KKR vs RCB: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট। এই মরশুমের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কেকেআর এখনও পর্যন্ত তিনবার আইপিএল খেতাব জয় করেছে। ২০১২, ২০১৪ এবং ২০২৪। অন্যদিকে, আরসিবি এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। কিন্তু, তা বলে এই ম্যাচের উত্তেজনায় কোনও অংশে ভাঁটা পড়ছে।
ইতিমধ্য়ে দুই দলের সমর্থকদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর সেই আঁচে খানিক হাত সেঁকে নিয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। ইতিমধ্যে প্রথম ম্যাচের জন্য একটি প্রোমোশনাল পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই পোস্টারের একদিকে রয়েছে বলিউডের মেগাস্টার শাহরুখ খানের ছবি। আর অন্যদিকে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটার বিরাট কোহলির। আর ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'বাদশা বনাম কিং'। বলার অপেক্ষা রাখে না, এই প্রোমোশনাল পোস্টারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই পোস্টার ঘিরে নেট পাড়ায় হাওয়া গরম হতে শুরু করেছে। আসুন দেখে নেওয়া যাক, কে কী বললেন -
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 19, 2025
I didn't know Shahrukh was playing for KKR this season. pic.twitter.com/P1lMh0B4bG
— Heisenberg ☢ (@internetumpire) March 19, 2025
Star Sports poster for KKR Vs RCB. pic.twitter.com/NAtTl221BQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 19, 2025
Star Sports poster for KKR Vs RCB. pic.twitter.com/NAtTl221BQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 19, 2025
কেকেআর বনাম আরসিবি হেড টু হেড
২০০৮ আইপিএল টুর্নামেন্ট থেকে এখনও পর্যন্ত কেকেআর এবং আরসিবি-র মধ্যে মোট ৩৪ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে কেকেআর ২০ ম্যাচে এবং আরসিবি ১৪ ম্যাচে জয়লাভ করেছে। এই মরশুমে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। নাইট রাইডার্সের ব্যাটন থাকবে অজিঙ্কা রাহানের হাতে। অন্য়দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন রজত পতিদার।
কেকেআর - অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ শিশোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন।
আরসিবি - রজত পতিদার, ক্রুনাল পাণ্ডিয়া, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিলিপ সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, মনোজ ভাণ্ডগে, টিম ডেভিড, স্বস্তিক চিকারা, মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, জেকব বেটেল, স্বপ্নীল সিং, জীতেশ শর্মা, নুয়াল তুষারা, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, রসিক দার সালাম, সুয়শ শর্মা, অভিনন্দন সিং।