IPL 2025 Everything You Need To Know: আইপিএল ২০২৫-এর নির্ঘন্ট অবশেষে সামনে এল। সরকারিভাবে ঘোষণা না করা হলেও ক্রিকবাজ সরাসরি বড় আপডেট ঘোষণা করে দিয়েছে। বলে হয়েছে আর কয়েক সপ্তাহ পরেই ২১ মার্চ কলকাতায় শুরু আইপিএল।
ফাইনাল হবে ২৫ মে। আইপিএলের অষ্টদশ সংস্করণের ২০২৫-এর সূচি যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে মরসুমের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মার্চ, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
মোট ১০টি দল এবারের খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। যথারীতি লিগ পর্যায়ের ম্যাচগুলো ভারতের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলবে। প্লে-অফের জন্য শীর্ষ ৪ দল যোগ্যতা অর্জন করবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে, তবে ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।
জানা গিয়েছে, বিসিসিআইয়ের তরফে আরও আগে আইপিএল শুরু করার প্ল্যান ছিল। তবে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সংঘাত হওয়ার সম্ভবনা ছিল। সম্প্রচারকারী সংস্থার তরফে আপত্তির পরেই সূচি পিছতে বাধ্য হয়েছে বিসিসিএই। যদিও প্রচারমাধ্যমের এই দাবি উড়িয়ে দিয়েছে সম্প্রচারকারী সংস্থা।
তবে ইডেনে এবার উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ- বড়সড় ইভেন্টের জন্য বুক বাঁধছে কলকাতা। হায়দরাবাদ দুটো প্লে অফ ম্যাচ আয়োজন করবে। বিসিসিআইয়ে জয় শাহের ছেড়ে যাওয়া সচিব পদে বসেছেন দেবজিৎ সাইকিয়া। তাঁর নিয়োগ পর্ব মেটার পরেই আইপিএলের পূর্ণাংগ সূচি জানিয়ে দেবে বিসিসিআই।
এদিকে, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হবে জানুয়ারির ১৯ তারিখে।
আইপিএলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে এবং এই মরসুমেও উত্তেজনাপূর্ণ ক্রিকেট উপহার দেবে ক্রিকেটাররা। এমনটাই আশা সর্বস্তরে। বিসিসিআই তরফে এবার ফ্যানদের আগ্রহ ধরে রাখতে একাধিক নতুন চমকের ব্যবস্থা করা হবে। টিকিট বিক্রি শীঘ্রই শুরু হবে এবং অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।