Kagiso Rabada: গুজরাট শিবিরে বজ্রপাত! IPL থেকে নিষিদ্ধ স্পিডস্টার! মাঝপথেই তড়িঘড়ি ফিরলেন দেশে

Kagiso Rabada banned: দক্ষিণ আফ্রিকার এই পেসার গত মাসে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।

Kagiso Rabada banned: দক্ষিণ আফ্রিকার এই পেসার গত মাসে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kagiso Rabada banned: এই স্পিডস্টার একটি নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন

Kagiso Rabada banned: এই স্পিডস্টার একটি নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন

Kagiso Rabada drug test: দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাডা IPL 2025-এর মাঝপথেই ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। যা নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া। তাঁর এই অন্তর্ধান রহস্য নিজেই ফাঁস করলেন রাবাডা।

Advertisment

এই স্পিডস্টার একটি নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার এই পেসার গত মাসে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।

ক্যাগিসো রাবাডা শনিবার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (SACA) এর মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন, যেখানে তিনি জানান— ‘আমি সম্প্রতি আইপিএলে অংশ নেওয়ার পর ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমাকে একটি নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে নিতে হয়েছে।’

Advertisment

২৯ বছর বয়সী রাবাডা নিজের ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি সাময়িক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছি, তবে আমি খুব শীঘ্রই আবার সেই খেলায় ফিরতে চাই যা আমি ভালবাসি।’ তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি যে এটি কোন ড্রাগ ছিল এবং রাবাডার ড্রাগ পরীক্ষা কোনও টুর্নামেন্ট চলাকালীন (IC) করা হয়েছে, নাকি টুর্নামেন্টের পরে।

আরও পড়ুন রাজস্থানকে 'সেঁকে' দিলেন রাসেল, ভয়ঙ্কর রেকর্ডে কাঁপালেন আইপিএল

গুজরাট টাইটান্সের জন্য এটি স্বস্তির খবর যে তারা ক্যাগিসো রাবাডার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করছে। শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স IPL 2025-এ ৭টি ম্যাচ জিতে নিয়েছে এবং ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আরেকটি জয় প্লে-অফে তাদের স্থান নিশ্চিত করে দেবে।

Kagiso Rabada Gujarat Titans IPL 2025