Advertisment

Munaf Patel named bowling coach of Delhi Capitals: ধোনির বিশ্বকাপজয়ী, রোহিতের IPL জয়ী সুপারস্টার এবার দিল্লির বোলিং কোচ! নিলামের আগেই বিরাট ঝড়

IPL 2025: দিল্লি ক্যাপিটালস এবার নিলামের আগে ঋষভ পন্থের মত তারকাকেও ছেড়ে দিয়েছে ঢেলে সাজানোর তাড়নায়। এতদিন আইপিএল অধরা। এবার কি চিত্র বদলাবে!

author-image
IE Bangla Sports Desk
New Update
Delhi Capitals, IPL, আইপিএল, দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals: আইপিএলে ঢেলে সাজানো হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে (টুইটার)

Munaf Patel joins Delhi Capitals as bowling coach ahead of IPL 2025 season : সোমবারই দিল্লি ক্যাপিটালস-এর তরফে জানিয়ে দেওয়া হল আসন্ন আইপিএল সিজনে তাঁদের বোলিং কোচ হচ্ছেন মুনাফ প্যাটেল। ৪১ বছরের তারকা স্পিডস্টার ভারতের হয়ে তিনটে ফরম্যাটেই খেলেছেন।

Advertisment

মহেন্দ্র সিং ধোনির ২০১১-র বিশ্বকাপ জয়ী স্কোয়াডেও ছিলেন। সেই সংস্করণের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হয়েছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। ৬৩ আইপিএল ম্যাচে তাঁর নামের পাশে ৭৪টি উইকেট রয়েছে। ২০১৩-য় আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেতাবও জেতেন।

দিল্লি আসন্ন সিজনে নিজেদের কোচিং স্টাফ ঢেলে সাজানোর পথে হাঁটছে। রিকি পন্টিংকে সরিয়ে হেমাঙ্গ বাদানিকে হেড কোচ করা হয়েছে। নতুন ক্রিকেট ডিরেক্টর হয়েছেন ভেনুগোপাল রাও। গত মাসে রিটেনশনের ডেডলাইনের দিন দিল্লি তাঁদের মার্কি তারকা ঋষভ পন্থকে রিলিজ করার কথা ঘোষণা করেছে আইপিএলের নিলামের ঠিক আগেই।অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোরেলকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দিল্লি ক্যাপিটালস-এর সহ অংশীদার পার্থ জিন্দাল জানিয়েছেন, "অক্ষর, কুলদীপ, ট্রিস্টান এবং অভিষেকের মধ্যে তারুণ্য এবং অভিজ্ঞতার আদর্শ সংমিশ্রন রয়েছে। আমাদের রিটেনশন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আমরা আরও বেশি তারকাকে রিটেন করতে চেয়েছিলাম। তবে নিলামের নিয়ম অনুযায়ী কৌশলীভাবে ক্রিকেটার রিটেন করতে হত। নিলামে আমরা দুটো আরটিএম কার্ড নিয়ে নামব। যাঁরা দিল্লির হয়ে খেলেছে তাঁদের ফিরিয়ে আনার অপশনই থাকছে।"

২০২০-এ দিল্লি ফাইনালে পৌঁছেছিল। তাঁর পরের সিজনে সেরা দুই ফ্র্যাঞ্চাইজি হিসাবে নিজেদের তুলে ধরেছিল। পরের তিন আইপিএল সিজনে দিল্লি যথাক্রমে পঞ্চম, নবম এবং ষষ্ঠ হয়েছে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

IPL Delhi Capitals Cricket News ipl auction
Advertisment