IPL Cheerleader's salary and selection process: IPL 2025-এ এখন পর্যন্ত ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এই সময়ে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ দেখা গেছে। আইপিএলের ১৮তম মরশুমে বেশ কিছু নতুন মুখ তাঁদের দক্ষতা দিয়ে নজর কেড়েছে। ম্যাচ চলাকালীন যখন স্টেডিয়ামে চার-ছক্কার বন্যা বয়ে যায় কিংবা উইকেট পড়ে, তখন দর্শকদের পাশাপাশি চিয়ারলিডাররাও উদযাপন করে।
এতে আইপিএলে গ্ল্যামারের একটা আলাদা মাত্রা যোগ হয়। শুধু তাই নয়, চিয়ারলিডাররা ম্যাচ চলাকালীন উন্মাদনা এবং উত্তেজনা সৃষ্টি করে। এই প্রসঙ্গে অনেকের মনে প্রশ্ন আসে, এই চিয়ারলিডাররা আসলে কারা এবং তাঁরা কোথা থেকে আসেন? কীভাবে তাঁদের বাছাই করা হয়? এবং তাঁরা কত বেতন পান?
ফ্র্যাঞ্চাইজিগুলোর বেতন দেওয়ার ধরণ
আইপিএলে উপস্থিত অধিকাংশ চিয়ারলিডার রাশিয়া, ইউক্রেন, ব্রাজিল, আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে আসেন। এছাড়াও কিছু ভারতীয় চিয়ারলিডারও এই পেশায় রয়েছেন। তবে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি বিদেশি চিয়ারলিডারদের প্রাধান্য দেয়। এক সময় পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার জন্য ভারতীয় চিয়ারলিডার উদযাপন করতে দেখা গিয়েছিল। বেতন নিয়ে বললে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি চিয়ারলিডারদের বিভিন্ন পরিমাণ টাকা দেওয়া হয়। এর পাশাপাশি তাঁদের কিছু অতিরিক্ত সুবিধা এবং বোনাসও দেওয়া হয়।
আরও পড়ুন চিয়ারলিডারদের দুর্দশায় মুখ খুললেন নাইট সুপারস্টার, নিয়ম বদলের বেনজির আর্জি বোর্ডকে
বোনাসও দেওয়া হয়
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স চিয়ারলিডারদের প্রতি ম্যাচে ২৪ থেকে ২৫ হাজার, মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ হাজার, চেন্নাই সুপার কিংস ১৭ হাজার, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস ১২ থেকে ১৫ হাজার টাকা বেতন দেয় চিয়ারলিডারদের। এছাড়াও, দল ভাল পারফর্ম করলে চিয়ারলিডারদের বোনাস দেওয়া হয়। বেতনের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি চিয়ারলিডারদের কিছু সুবিধাও দেয়। এর মধ্যে ভ্রমণের খরচ, হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং চিকিৎসার সুবিধাও রয়েছে।
চিয়ারলিডারদের বাছাই প্রক্রিয়া
আইপিএলে চিয়ারলিডারদের বাছাইয়ের প্রক্রিয়া একেবারেই আলাদা। প্রথমত, অনলাইন এবং অফলাইন অডিশনের মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। এই সময়ে তাঁদের ডান্স স্কিলের টেস্ট নেওয়া হয়। আইপিএলে চিয়ারলিডার হওয়ার জন্য দুর্দান্ত নাচ জানা আবশ্যক। এছাড়া তাঁদের মধ্যে প্রচুর এনার্জি এবং স্ট্যামিনার উপস্থিতি প্রয়োজন।
আরও পড়ুন ভাঙা হাতেই নাচানো হল চিয়ারলিডারকে! 'অমানবিক' বিসিসিআই, IPL-কে তুলোধোনা ক্রিকেট মহলের
এর পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস এবং কমিউনিকেশন স্কিনের উপরও নজর দেওয়া হয়। চিয়ারলিডারদের লাখো মানুষের সামনে পারফর্ম করতে হয়। অনেক সময় তাঁদের দর্শক এবং মিডিয়ার সঙ্গে কথাও বলতে হয়। আইপিএল ফ্র্যাঞ্চাইজি সরাসরি চিয়ারলিডারদের নির্বাচন করে না। এর জন্য বিশেষ এজেন্সির সাহায্য নেওয়া হয়।