/indian-express-bangla/media/media_files/2025/03/23/cqID1n28yGyPUHEmEAsg.jpg)
Jofra Archer: হায়দ্রাবাদের বিরুদ্ধে বল করছেন জোফ্রা আর্চার। (ছবি-আইপিএল)
IPL 2025: Jofra Archer's Record Expensive Spell; Ishan Kishan's 45-Ball Century: আইপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল স্পেল করলেন। তিনি ৪ ওভারে ৭৬ রান দিয়েছেন। কিন্তু, কোনও উইকেট নিতে পারেননি। এর আগে ২০২৪ সালে গুজরাট টাইটানসের মোহিত শর্মা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩ রান দিয়েছিলেন। তিনি লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলারের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।
আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল বোলিং:
০/৭৬ – জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, ২০২৫
০/৭৩ – মোহিত শর্মা (গুজরাট টাইটান্স) বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৪
০/৭০ – বাসিল থাম্পি (সানরাইজার্স হায়দ্রাবাদ) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু, ২০১৮
০/৬৯ – যশ দয়াল (গুজরাট টাইটান্স) বনাম কলকাতা নাইট রাইডার্স, আহমেদাবাদ, ২০২৩
১/৬৮ – রিস টপলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ২০২৪
১/৬৮ – লুক উড (মুম্বাই ইন্ডিয়ান্স) বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৪
রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪.১ ওভারে ২০০ রান পূর্ণ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দ্রুততম ২০০ রানের রেকর্ডের যৌথ ।
আইপিএলে দ্রুততম দলীয় ২০০ রান:
১৪.১ ওভার – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, ২০১৬
১৪.৪ ওভার – সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৪
১৪.৫ ওভার – সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২৪
১৪.৬ ওভার – সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০২৪
১৫.২ ওভার – কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২৪
আরও পড়ুন- ঈশান কিষাণের দুর্দান্ত সেঞ্চুরি! ঐতিহাসিক স্কোর সানরাইজার্সের
অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচেই ঈশান কিষাণ রবিবার ৪৫ বলে সেঞ্চুরি করেন। মুম্বই ইন্ডিয়ান্স থেকে রিলিজ হওয়ার পর, হায়দ্রাবাদ তাকে ১১.২৫ কোটি টাকাতে দলে নিয়েছে। এদিনই রয়েছে তাঁর পুরোনো দলের ম্যাচ। সেটা অবশ্য চেন্নাইয়ের বিরুদ্ধে। তার আগে রবিবার দুপুরে যাবতীয় আক্রোশ যেন ঝরে পড়ল ঈশানের ব্যাট থেকে। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি আইপিএলে নিজের প্রথম শতকও পূর্ণ করলেন।
Ishan Kishan said, "hats off to Pat Cummins. He's given freedom to everyone in the team, it doesn't matter if we score a hundred or get out on a duck".
— Ishan's🤫🧘🧡 (@IshanWK32) March 23, 2025
Finally found a good captain🤗🙏#IshanKishan#SRH#IPL2025
pic.twitter.com/20htHLZABX
এদিন ম্যাচে অপরাজিত থাকেন হায়দরাবাদের সেঞ্চুরিয়ান। তিনি যে বহু প্রত্যাশিত সাফল্য অর্জন করেছেন, মাঠে ঈশানের প্রকাশভঙ্গিতেই তা ধরা থাকল।