Kolkata Knight Riders: IPL থেকে বিদায় নিতেই নড়ল টনক? মিস্ট্রি স্পিনারকে দলে নিল নাইট ব্রিগেড!

Rovman Powell Replacement: রোভম্যান পাওয়েলের পরিবর্তে এক নয়া মিস্ট্রি স্পিনারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। যদিও কেকেআর ব্রিগেডের হাতে আর একটাই ম্য়াচ বাকি রয়েছে।

Rovman Powell Replacement: রোভম্যান পাওয়েলের পরিবর্তে এক নয়া মিস্ট্রি স্পিনারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। যদিও কেকেআর ব্রিগেডের হাতে আর একটাই ম্য়াচ বাকি রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Knight Riders (15)

কলকাতা নাইট রাইডার্স

Kolkata Knight Riders News: একটা ছোট ব্রেকের পর আবারও শুরু হয়েছে আইপিএল (IPL 2025) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫৮ ম্যাচ খেলা হয়েছে। চারটে দল প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের নামও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টে বাকি ম্য়াচগুলোর জন্য কেকেআর তাদের স্কোয়াডে একটি বড়সড় পরিবর্তন করেছে। আসলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রোভম্যান পাওয়েল জানিয়ে দিয়েছেন যে তিনি আর ২০২৫ আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না। তাঁর জায়গায় মধ্যপ্রদেশের তরুণ স্পিনার শিবম শুক্লাকে দলে নেওয়া হয়েছে। রবিবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

Ajinkya Rahane KKR: নাইটদের বিদায়ের পিছনে রাহানের ক্যাপ্টেন্সিই দায়ী? উঠছে একাধিক প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্সের (KKR) পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে রোভম্যান পাওয়েল এবং ইংল্যান্ডের মঈন আলি ব্যক্তিগত কারণে এই টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো খেলতে পারবেন না। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, রোভম্যান একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছেন। সেকারণে তিনি এই টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো আর খেলতে পারবেন না।

Advertisment

5 KKR Cricketers To Be Released: 'অনেক হয়েছে, এবার এসো...', এই ৫ ক্রিকেটারকে দূর করবে KKR!

মধ্য প্রদেশ প্রিমিয়ার লিগে বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স

২৯ বছর বয়সি শিবম শুক্লা এখনও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একটাই মরশুম খেলেছেন। এই টুর্নামেন্টে তিনি মোট ৮ উইকেট শিকার করেন। এর পাশাপাশি মধ্য প্রদেশ প্রিমিয়ার লিগেও তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। এই টুর্নামেন্টে ১০ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পাশাপাশি সর্বাধিক উইকেটও শিকার করেছেন।

4 Reasons for KKR Elimination: জঘন্য পারফরম্য়ান্স না ভুলভাল সিদ্ধান্ত? এই ৪ কারণই নাইটদের বিদায়ের জন্য দায়ী

শেষ ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সামনে প্লে-অফে ওঠার যাবতীয় দরজা বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচ ভেস্তে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সও এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

RCB vs KKR Highlights, IPL Match Today: বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স, বৃষ্টিতেই ভেসে গেল প্লে-অফের স্বপ্ন

লিগ পর্বে কেকেআর ব্রিগেডের কাছে আর মাত্র একটাই ম্য়াচ বাকি রয়েছে। আগামী ২৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে অজিঙ্কা রাহানের দল। এই ম্য়াচে শিবম শুক্লাকে খেলানো হয় কি না, সেটাই আপাতত দেখার। যদি শিবম সুযোগ পান, তাহলে রহস্য ঘূর্ণিতে বিপক্ষ শিবিরকে কুপোকাত করতেই পারেন।

KKR Kolkata Knight Riders IPL 2025