Abhishek Nayar personal life: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং টিম ইন্ডিয়ার ছাঁটাই হওয়া অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন। ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হওয়ার আট মাসের মধ্যেই বিসিসিআই (BCCI) তাঁকে ছাঁটাই করে। তবে, টিম ইন্ডিয়ার চাকরি (Indian Cricket Team) খোয়ালেও পরপরই অভিষেক দুটি নতুন চাকরি পেয়ে যান। পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা চলছে।
সেলিব্রিটি বিউটিশিয়ান স্ত্রী নাতাশা শেখ (Abhishek Nayar wife Natasha Sheikh)
অভিষেক নায়ার মুসলিম প্রেমিকা নাতাশা শেখের সঙ্গে বিয়ে করেন। নাতাশা একজন পেশাদার হেয়ার ও মেকআপ আর্টিস্ট। তাঁদের প্রেমকাহিনী একেবারে সিনেমার মতো। বলা হয়, অভিষেক নাতাশার কাছে চুল কাটাতে গিয়েছিলেন, যেখানে তাঁরা একে অপরের প্রতি প্রেমে হাবুডুবু খান। তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং ৭ জুন ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন।
নাতাশার ব্যক্তিগত জীবন (Natasha Sheikh hair salon)
নাতাশার "হেয়ার গ্যারেজ" নামে একটি সেলুন ব্র্যান্ড রয়েছে, যেখানে বলিউডের টপ নায়িকারা রূপচর্চা এবং হেয়ার স্টাইলি করতে আসেন। তবে, নাতাশা তাঁর ব্যক্তিগত জীবনকে খুব প্রাইভেট রাখতে ভালবাসেন, তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্পর্কে বেশি তথ্য নেই।
আরও পড়ুন এই তারকার সঙ্গে পাঙ্গা নেওয়াই কাল হল! কার উসকানিতে বলির পাঁঠা হলেন টিম ইন্ডিয়ার কোচ?
IPL 2025-এ অভিষেক নায়ারের প্রত্যাবর্তন (Abhishek Nayar coaching career)
BCCI অভিষেককে সহকারী কোচের পদ থেকে সরিয়ে কিছুটা ধাক্কা দিয়েছিল। তবে তাঁর পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসে। মনে রাখা দরকার, IPL 2024-এ কেকেআর ১০ বছরের ট্রফি খরা ভেঙে চ্যাম্পিয়ন হয়েছিল। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচের পদ নেওয়ার পর, অভিষেককে তাঁর সহকারী হিসেবে নিযুক্ত করেছিলেন।
আরও পড়ুন ১৩ বছর ঘরোয়া ক্রিকেটের পর অবসর নিলেন অভিষেক নায়ার
অভিষেক নায়ারের ফিউচার প্রজেক্ট (Abhishek Nayar Mumbai South Central Royals)
তিনি আগামী মাসে শুরু হওয়া T20 মুম্বই লিগে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। T20 মুম্বই লিগ ছয় বছরের বিরতির পর ফিরে আসছে। এই টুর্নামেন্ট ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত চলবে।