/indian-express-bangla/media/media_files/2025/03/23/B38WSc5UTbd7np8yIkiM.jpg)
Ajinkya Rahane: কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। (ছবি- আইপিএল)
Ajinkya Rahane Hints at Promoting Rinku Singh Up the Batting Order: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক অজিঙ্কা রাহানে ইঙ্গিত দিয়েছেন যে দলের প্রতিভাবান ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের ব্যাটিং অর্ডার আসন্ন আইপিএল ম্যাচগুলোতে বদলাতে পারে। রাহানে জানিয়েছেন যে রিঙ্কু সাম্প্রতিক সময়ে কেকেআর এবং ভারতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই তাঁরা এমন ভাবনাচিন্তা করছেন।
রাহানে বলেন, 'রিঙ্কু খুব ভালো ব্যাটিং করছে— সংক্ষিপ্ত ফরম্যাটে ও সত্যিই ভালো খেলছে। ওকে ওপরের দিকে তোলা নিয়ে আলোচনা চলছে। তবে, সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। কোন মুহূর্তে কোনটা বেশি দরকার, সেটা ঠিক করে, তার ওপর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।' শনিবার রাতের ম্যাচে রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দ্রুত আউট হওয়ার পর, কেকেআর টিম ম্যানেজমেন্ট রিঙ্কুকে ওপরের দিকে তুলে আনা নিয়ে আলোচনা করেন। রাহানে বলেছেন, 'আমরা ভেবেছিলাম অংকৃশ (রঘুবংশী)-কেই সেই মুহূর্তে পাঠানোটা উচিত। কারণ, তখন প্রায় ১০ থেকে ১১ ওভার বাকি ছিল। পরিকল্পনা ছিল রিঙ্কুকে পাঠানোরও। কিন্তু, আমি এবং ভেঙ্কটেশ আইয়ার দ্রুত আউট হওয়ার পর, আমাদের সবকিছু নতুন করে সাজাতে হয়েছিল।'
#AjinkyaRahane : Ajinkya Rahane fans don't leave this tweet without ♥️ liking
— Niranjan Meena (@NiranjanMeena25) March 22, 2025
Captain Rahane giving belt 🏏 treatment to RCB fans.
Captain Ajinkya Rahane scored a brilliant half century for KKR - #KKRvsRCB#IPL2025#ipl2025schedulepic.twitter.com/dLVCrHGlFf
রাহানে স্পষ্ট জানিয়েছেন যে রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে তোলা এখন স্রেফ সময়ের ব্যাপার। তিনি বলেন, 'আমি যেমনটা বললাম, রিঙ্কু খুব ভালো ব্যাটিং করছে, শীঘ্রই ওঁকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে দেখা যাবে।' শনিবারের ম্যাচে কেকেআর তাদের ২০ ওভারে ১৭৪ রান তুলেছিল। কিন্তু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র তিন উইকেট হারিয়েই ১৬.২ ওভারে ওই রান তুলে নেয়। তাদের নেট রান রেটও অনেক বেশি ছিল।
কেকেআর তাদের পরবর্তী ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে, আর বেঙ্গালুরু শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। শনিবারের ম্যাচে বিরাট কোহলি দুর্দান্ত খেলেছেন। তিনি অপরাজিত থেকে ম্যাচটা বের করে নিয়েছেন। আর গতদিনের ম্যাচে হেরে যাওয়ায় একটু হলেও চাপে পড়ে গিয়েছে কেকেআর।