/indian-express-bangla/media/media_files/2025/05/05/1ASl5I7Ugu8RybzOaCfL.png)
দেখে নিন সেই জটিল অঙ্ক
IPL Points Table 2025: চলতি আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫৪ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। শেষ চারের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে দুটো দল - চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। রাউন্ড-রবিন লিগ পর্বে এখনও মোট ১৬ ম্য়াচ খেলা হবে।
আটটি দল এখনও পর্যন্ত প্লে-অফের জায়গা পাকা করতে মরিয়া। এমনই এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সামনে নকআউট পর্বের দরজা কতখানি খোলা রয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Legends of Eden 🤌 pic.twitter.com/ofDQBnRZOD
— KolkataKnightRiders (@KKRiders) May 5, 2025
এবারের আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত ১১ ম্য়াচ খেলেছে। ইতিমধ্যে ১১ পয়েন্ট সংগ্রহ করে তারা লিগ টেবিলে ষষ্ঠস্থানে দাঁড়িয়ে রয়েছে। এরমধ্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুধুমাত্র হোম ম্য়াচ খেলতে নামবে কেকেআর।
ক'টা ম্য়াচ বাকি কলকাতার হাতে?
বাকি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআর ব্রিগেডকে অ্যাওয়ে ম্য়াচ খেলতে হবে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স যদি বাকি তিনটে ম্য়াচ জিততে পারে, তাহলে সর্বাধিক ১৭ পয়েন্ট তারা সংগ্রহ করতে পারবে। কিন্তু তা সত্ত্বেও অজিঙ্কা রাহানের দল যে প্লে-অফে উঠতে পারবে, এমন কথা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না।
কলকাতার সামনে রাস্তা বেশ কঠিন
কারণ একটাই। এখনও পয়েন্ট তালিকায় পাঁচটা এমন দল রয়েছে, যারা বাকি ম্য়াচগুলো জিততে পারলে ১৮ পয়েন্টে পৌঁছে যাবে। সেই অঙ্কে ( IPL 2025 Playoff Scenario) একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমেই আসা যাক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথায়। বর্তমানে তারা ১৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।
Andre Russell wife: বাইশ গজে চার-ছক্কা হাঁকান স্বামী, মডেলিংয়ে ঝড় তোলেন KKR তারকার বউ! চেনেন তাঁকে?
বাকি তিনটে ম্য়াচের মধ্যে একটা জিতলেই তারা প্লে-অফ নিশ্চিত করতে পারবে। এরপর তালিকায় রয়েছে পঞ্জাব কিংস। তাদের ঝুলিতে রয়েছে ১৫ পয়েন্ট। তিনটের মধ্যে একটা জিতলেও তারা প্লে-অফের প্রবল দাবিদার হয়ে যাবে।
মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ১১ ম্য়াচ খেলেছে। তারাও ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছেও এখনও তিনটে ম্য়াচ জেতার সুযোগ রয়েছে। গুজরাট টাইটান্স আপাতত ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তাদের হাতে চারটে ম্য়াচ বাকি রয়েছে। দিল্লি ক্যাপিটালস দাঁড়িয়ে রয়েছে ১২ পয়েন্টে। বাকি চারটের মধ্যে তিনটে জিততে পারলে তারাও প্লে-অফের যোগ্যতা অর্জন করে যাবে।
KKR vs RR Highlights, IPL Match Today: যবনিকা পতন রোমহর্ষক নাটকের, ১ রানে জিতল কলকাতা
এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স যে আপাতত খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, তা বলা যেতেই পারে। ফলে রাহানেদের আপাতত শুধুমাত্র জিতলেই হবে না। সহায় থাকতে হবে ভাগ্য়ও। শেষপর্যন্ত নাইট সমর্থকদের আশা পূরণ হয় কি না, সেটাই আপাতত দেখার।