Rishabh Pant Faking Injury: পেটে পেটে এত 'দুর্বুদ্ধি' পন্থের! রাহানেদের রুখতে কোন ফন্দি আঁটেন লখনউ ক্যাপ্টেন?

Rishabh Pant faking injury controversy: আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ফর্মে থাকায় কেকেআর ১২ ওভারে ১৪৯/২-এ পৌঁছে গিয়েছিল। সেই সময় মনে হচ্ছিল যে পন্থের পিঠে কিছু সমস্যা হয়েছে। যে কারণে মাঠে মেডিক্যাল অ্যাটেনশন নিতে হয় তাঁকে।

Rishabh Pant faking injury controversy: আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ফর্মে থাকায় কেকেআর ১২ ওভারে ১৪৯/২-এ পৌঁছে গিয়েছিল। সেই সময় মনে হচ্ছিল যে পন্থের পিঠে কিছু সমস্যা হয়েছে। যে কারণে মাঠে মেডিক্যাল অ্যাটেনশন নিতে হয় তাঁকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Injury Controversy: চোটের নাটক করেই নাইটদের জয় রুখে দিলেন পন্থ?

Rishabh Pant Injury Controversy: চোটের নাটক করেই নাইটদের জয় রুখে দিলেন পন্থ?

Rishabh Pant Faking Injury in KKR Match:রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে জয় পেলেও বিতর্কে নাম জড়াল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ক্যাপ্টেন ঋষভ পন্থের (Rishabh Pant)। ঋষভ পন্তের নেতৃত্বে লখনউ সুপারজায়ান্টস রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারায় এবং পাঁচ ম্যাচে তাদের তিন নম্বর জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৩৮/৩ রান করার লখনউ। সুনীল নারাইন, আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংয়ের অসাধারণ ব্যাটিংয়ের পরও লখনউ কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। 

Advertisment

শেষ পর্যন্ত, পন্থের দল ৪ রানের ব্যবধানে জয় লাভ করে। তবে, যখন ১৩তম ওভারের শুরুতে পন্থকে মেডিকেল অ্যাটেনশন দেওয়া হয়, তখন গ্যালারির দর্শক থেকে কমেন্টেটাররাও অবাক হয়ে যান। আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ফর্মে থাকায় কেকেআর ১২ ওভারে ১৪৯/২-এ পৌঁছে গিয়েছিল। সেই সময় মনে হচ্ছিল যে পন্থের পিঠে কিছু সমস্যা হয়েছে। যে কারণে মাঠে মেডিক্যাল অ্যাটেনশন নিতে হয় তাঁকে। কিন্তু আদৌ কি চোট পেয়েছিলেন পন্থ, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন হারের পরই নাইট শিবিরে নতুন বোলারের এন্ট্রি! কে এই অভিষেক ডালহোর যাঁকে নিয়ে এত হইচই?

মেডিকেল ব্রেকের পরে ঘটনা

Advertisment

মেডিকেল ব্রেকের ঠিক পরেই কেকেআর পর পর রাহানে, রমণদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেলের উইকেট হারায়। সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেন এই ঘটনাকে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পন্থের মেডিকেল টাইম-আউটের সঙ্গে তুলনা করেছেন, যখন হেনরিক ক্লাসেন দুর্দান্ত ফর্মে ছিলেন।

T20 বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্ত নিয়ে পন্থের কথা:

বিশ্বকাপ ফাইনালে নিজের 'মেডিকেল টাইম-আউট' সম্পর্কে পন্থ একটি মজার কথা বলেছেন। তিনি স্টার স্পোর্টসকে বলেন, "আমি সত্যিই ভাবছিলাম কি করা উচিত কারণ গতি হঠাৎ বদলে গিয়েছিল (দক্ষিণ আফ্রিকার পক্ষে), তারা ২-৩ ওভারে প্রচুর রান করেছিল, তাই আমি ভাবছিলাম সেই মুহূর্ত কবে আসবে যখন আমরা বিশ্বকাপ ফাইনাল জিতব।"

পন্থ আরও বলেন, "আমি ফিজিওর থেকে সময় চাইছিলাম। যখন রোহিত ভাই জিজ্ঞেস করলেন আমার হাঁটু ঠিক আছে কিনা, তখন আমি বলেছিলাম, 'ভাইয়া, মস্ত অভিনয় করছিলাম।' কখনও কখনও আপনাকে ম্যাচে এমন কিছু করতে হয়। আমি বলছি না যে এটা সবসময় কাজ করে, কিন্তু কখনও কখনও এটা কাজ করে এবং যদি এমন মুহূর্তে এটা কার্যকর হয়, তবে তার থেকে ভাল কিছু হতে পারে না।"

আরও পড়ুন লখনউয়ের কাছে হারতেই ভেঙে পড়লেন শাহরুখ, KKR ড্রেসিং রুমে এর পর যা হল...

সেই ঘটনার রেশ টেনেই নাইট ফ্যানরা বলতে শুরু করেছেন, রাহানে-আইয়ারদের ছন্দ পতন করতেই সেদিন মেডিক্যাল অ্যাটেনশন নেন পন্থ। যাতে খেলার গতি ধীর হয়ে যায়।

IPL 2025 Kolkata Knight Riders Rishabh Pant