KKR vs RCB Toss: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭:৩০ থেকে আয়োজন করা হবে। আর ম্যাচের টস করা হবে সন্ধ্যা ৭টায়। তবে এই ম্যাচে টসের সময় বদলে যেতে পারে। এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
কেন বদলে যেতে পারে টসের সময়?
আসলে, কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গোটা মাঠ আপাতত ঢেকে রাখা হয়েছে। এর পাশাপাশি আজ ম্যাচ চলাকালীনও বৃষ্টি হতে পারে। যদি টসের সময় বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে সময়ের পরিবর্তন করা হতে পারে। এই পরিস্থিতিতে দেখার, শনিবাসরীয় ম্যাচে টসের সময় ইডেনের আকাশ কেমন থাকে?
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ম্যাচের আগে বৃষ্টির সর্বাধিক সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ ১৬ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। তবে ৭টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা মাত্র ৭ শতাংশে এসে দাঁড়াবে। শুক্রবার টানা বৃষ্টির কারণে দুটো দলের অনুশীলনই বন্ধ করে দিতে হয়েছিল। আবহাওয়া দফতরের পক্ষ থেকে শনিবার কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
ম্যাচ বাতিল হলে কী হবে?
বৃষ্টির কারণে এই ম্যাচের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে স্টেডিয়ামের ভিডিও এবং ছবি ভাইরাল হতে শুরু করেছে। এখনও পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। যদি এই বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে দুটো দলকেই ১-১ পয়েন্ট দেওয়া হবে।