Ajinkya Rahane KKR: আইপিএল থেকে অবশেষে বিদায়! লজ্জার হারের 'দোষ' কাকে দিলেন রাহানে?

KKR vs SRH: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের অভিযান শেষ হয়ে গেল। শেষ ম্য়াচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১০ রানে পরাজিত হয়েছে।

KKR vs SRH: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের অভিযান শেষ হয়ে গেল। শেষ ম্য়াচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১০ রানে পরাজিত হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajinkya Rahane KKR 2354

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে

IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অভিযান শেষ হয়ে গেল। শেষ ম্য়াচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১০ রানে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ২৭৮ রান করেছিল। নিজামবাহিনীর হয়ে হেনরিক ক্লাসেন মাত্র ৩৯ বলে ১০৫ রান করেন। অন্য়দিকে, ট্রাভিস হেড ৪০ বলে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। এই বড় টার্গেট তাড়া করতে নেমে কলকাতা মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায়। আর সেইসঙ্গে ম্য়াচটা হেরে যায় ১১০ রানে। এই হারের পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বিস্ফোরক মন্তব্য করলেন। 

Advertisment

কী বললেন রাহানে?

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অজিঙ্কা রাহানে বললেন, 'আমি মনে করি যে ও দুর্দান্ত ব্যাটিং করেছেন। বল করার সময় আমরা বেশ কয়েকটা ভুল করেছিলাম। তবে যেভাবে ও ব্যাট করেছে, তা এককথায় অসাধারণ। প্রত্যেকটা খারাপ বলের সুযোগ ও তুলতে পেরেছে। এছাড়া বেশ কয়েকটা ভাল ডেলিভারিও বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছে। এই কৃতিত্বটা একেবারে SRH ব্যাটারদেরই প্রাপ্য। আমরা স্লো বল এবং ওয়াইড স্লো বল করার চেষ্টা করেছিলাম। কিন্তু, কিছুতেই কোনও লাভ হয়নি। অনেকসময় যত ভালই বোলিং পরিকল্পনা করা হোক না কেন, তাতে কোনও লাভ হয় না। ক্লাসেনের মতো ব্যাটাররা সেখান থেকেও ফায়দা তুলে নেয়।'

Advertisment

SRH vs KKR Highlights, IPL Match Today: ব্যাটিং ব্যর্থতাই ডোবাল KKR-কে, IPL ইতিহাসে লজ্জার হার রাহানেদের

সেইসঙ্গে রাহানে আরও যোগ করেন, 'হায়দরাবাদের প্রত্যেক ব্যাটারই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। বোলিং ইউনিট হিসেবে আমরা বেশ কয়েকটা ভুলভ্রান্তি করেছি। গোটা মরশুমে ২-৩ ম্যাচে আমরা জয়ের একেবারে দোরগোড়ায় ছিলাম। আমি মনে করি, ওই ম্য়াচগুলোয় আমরা দলগতভাবে ভাল পারফরম্য়ান্স করতে পারিনি। যদিও আমরা নিজেদের সেরা পারফরম্য়ান্সটা উজার করে দিয়েছিলাম। এই ধরনের ফরম্য়াটে আপনাকে সবসময় সুইচ অন করতে হয়। এই ফরম্য়াটটা সত্যিই খুব মুশকিল। আমার কোনও আফশোস নেই। এই মরশুমে আমরা অনেককিছু শিখতে পেরেছি। আশা করছি, আগামী মরশুমে আরও শক্তিশালী হয়ে কামব্যাক করতে পারব।'

Kolkata Knight Riders Ajinkya Rahane IPL 2025