5 Best IPL Team Owners: আইপিএলের সেরা ৫ টিম মালিক কারা? দলের স্বার্থে ঢেলেছেন জলের মতো টাকা

Best IPL Team Owners List: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আগামী শনিবার অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে অষ্টাদশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

Best IPL Team Owners List: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আগামী শনিবার অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে অষ্টাদশী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
IPL Owner

শাহরুখ খান এবং মুকেশ আম্বাানি

Top 5 IPL Team Owner List: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারত তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বে যে টুর্নামেন্টের জনপ্রিয়তা যে কতখানি বেশি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বিদ্যুৎগতিতে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে আইপিএল টুর্নামেন্ট ১৮ বছরে পা রাখছে। তবে আইপিএল টুর্নামেন্টকে জনপ্রিয় করার পিছনে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অবদান যে অনস্বীকার্য, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আসুন আজ জেনে নেওয়া যাক, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সেরা ৫ ফ্র্যাঞ্চাইজি মালিক কারা?

Advertisment

 

মুকেশ আম্বানি (মুম্বই ইন্ডিয়ান্স)

Mukesh and Nita
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি
Advertisment

 

এই টুর্নামেন্টে অন্যতম সফল দল হল মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত মুম্বই মোট পাঁচবার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০) আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছেন। এই দলের মালিক হলেন মুকেশ আম্বানি। ভারতের সবথেকে ধনী ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। তবে মুকেশের স্ত্রী নীতা আম্বানি এবং রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারও মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানায় রয়েছে। পিপল ডট কম থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮,০৮৭ লাখ কোটি টাকা। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি তিনি ১১১.৯ মিলিয়ন ডলারে কিনেছিলেন।

 

এন শ্রীনিবাসন (চেন্নাই সুপার কিংস)

Srini
ধোনির সঙ্গে এন শ্রীনিবাসন

 

এরপর চেন্নাই সুপার কিংস দলের মালিক এন শ্রীনিবাসনের কথায় আসা যাক। ইন্ডিয়া সিমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর হলেন এই শ্রীনিবাসন। মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০ বিলিয়ন ডলার। তবে ব্যবসার পাশাপাশি ক্রিকেটের প্রতিও তাঁর যথেষ্ট ঝোঁক রয়েছে। ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন। পাশাপাশি আইসিসি চেয়ারম্যানের কুর্সিতেও বসেছিলেন তিনি। ২০০৮ সালে ৯১ মিলিয়ন ডলারের বিনিময়ে চেন্নাই সুপার কিংসের মালিকানা গ্রহণ করেছিলেন তিনি। আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি যে চেন্নাই সুপার কিংস, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। মুম্বই ইন্ডিয়ান্সের মত এই দলের ঝুলিতেও পাঁচটা ট্রফি রয়েছে।

 

শাহরুখ খান, জুহি চাওলা এবং জয় মেহতা (কলকাতা নাইট রাইডার্স)

Shah Rukh
শাহরুখ খান

 

এই দুটো ফ্র্যাঞ্চাইজির (মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস) তুলনায় কিছুটা পিছিয়ে পড়লেও, আইপিএল ইতিহাসের তৃতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি হল এই কলকাতা নাইট রাইডার্স। এই দলের মালিকানা রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার কাছে। ২০০৮ সাল থেকে আইপিএল টুর্নামেন্টের হাত ধরেছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত এই ঐতিহাসিক ট্রফি তারা তিনবার জয় করেছে। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে। আপাতত এই ফ্র্যাঞ্চাইজির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮৫ কোটি টাকা। প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজিতে ৫৫ শতাংশ শেয়ার রয়েছে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজের। আর মেহতা গ্রুপের রয়েছে ৪৫ শতাংশ।

Shah Rukh
শাহরুখ খান

 

প্রসঙ্গত, ২০২৫ সালে কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যাল্যু আনুমানিক ১০৯ মিলিয়ন ডলার পৌঁছে গিয়েছে। ২০২৪ সালের তুলনায় ৩৯ শতাংশ বেশি। এই আকাশছোঁয়া ব্র্যান্ড ভ্যালুই কেকেআর ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা নির্ধারণ করে।

 

সঞ্জীব গোয়েঙ্কা (লখনউ সুপার জায়ান্ট)

Sanjiv
সঞ্জীব গোয়েঙ্কা

 

২০২২ সালে আইপিএল টুর্নামেন্টে দুটো নতুন দল যোগ দিয়েছিল। প্রথমটা গুজরাট টাইটান্স, দ্বিতীয় দলটা লখনউ সুপার জায়ান্টস। স্বনামধন্য ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপের হাতে রয়েছে এই লখনউ সুপার জায়ান্টসের মালিকানা। ইতিপূর্বে, রাইজিং পুনে সুপারজায়ান্ট নামে একটি দল আইপিএল টুর্নামেন্টে নামিয়েছিলেন। অভিষেক মরশুমে লখনউ দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এবং প্লে-অফে জায়গা করে নিয়েছিল। সত্যি কথা বলতে কী এই টুর্নামেন্টে লখনউ যথেষ্ট ধারাবাহিক পারফরম্যান্স করেছে। এই মরশুমে ঋষভ পন্থের নেতৃত্বে তারা প্রথমবার ট্রফি জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।

 

আনন্দ কৃপালু (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

Kripalu
আনন্দ কৃপালু

 

২০০৮ সালে আইপিএল টুর্নামেন্টে খাতা খুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের মালিকানা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের হাতে রয়েছে। এখনও পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। এই দলের জার্সিতে বিশ্বের খ্যাতনামা ক্রিকেটাররা নজর কেড়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন - এবি ডি'ভিলিয়ার্স, ক্রিস গেইল এবং বিরাট কোহলি। ২০২১ সালে আনন্দ কৃপালুর জায়গায় আরসিবি-র নয়া চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছে প্রথমেশ মিশ্রাকে। আইপিএল ট্রফি জিততে না পারলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু ইতিমধ্যে মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে।

Kolkata Knight Riders IPL Mumbai Indians Chennai Super Kings Mukesh Ambani Shah Rukh khan