KL Rahul to be released from LSG ahead of IPL mega auction: সবকিছু ঠিকঠাক থাকলে লখনৌ সুপার জায়ান্টসের জার্সি থেকে বিদায় ঘটতে চলেছে কেএল রাহুলের। আইপিএলে আবির্ভাবের পর লখনৌয়ের জার্সিতে টানা তিনটে সিজনেই নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। তবে রাহুলের স্ট্রাইক রেট নিয়ে টিম ম্যানেজমেন্ট খুশি নয়। তাই সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি রিলিজ করার পথেই হাঁটতে চলেছে তারকা ব্যাটারকে। এমনটাই জানানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে।
সেই প্রতিবেদনেই বলা হয়েছে, জাস্টিন ল্যাঙ্গার এবং মেন্টর জাহির খান সহ টিম ম্যানেজমেন্টের বাকিরা তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, লখনৌয়ের হয়ে যে সমস্ত ম্যাচে কেএল রাহুল দীর্ঘক্ষণ ব্যাট করেছেন এবং রানের দেখা পেয়েছেন, সেই সমস্ত ম্যাচেই হারতে হয়েছে দলকে। স্রেফ তাঁর স্ট্রাইক রেটের জন্য। তাঁর বিরুদ্ধে এই রিপোর্ট জাহির খান জমা দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টকে।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হওয়ার পর আইপিএলের স্কোর আকাশ ছুঁয়েছে। তাই কেএল রাহুলের মত টপ অর্ডারের এক ব্যাটার যদি ম্যাচের গতির দাবি মেনে ব্যাটিং করতে না পারেন, তাহলেই সমস্যা বেড়েছে। জানা যাচ্ছে, লখনৌ যে তিনজন তারকাকে রিটেন করার পথে হাঁটবে তাঁরা হলেন মায়াঙ্ক যাদব, নিকোলাস পুরান এবং রবি বিশ্নোই। তবে ফার্স্ট চয়েস কে হবেন, তা এখনও নির্ধারিত হয়নি। রাহুলকে রিলিজ করে দিলেও নিলামের টেবিল থেকে তাঁর জন্য দর কষাকষি করতে পারে ফ্র্যাঞ্চাইজি। মূল্য বুঝে তাঁর জন্য দর হাঁকা হবে নিলামে।
কেন মায়াঙ্কের মত আনকোরা পেসারকে রিটেন করতে চলেছে লখনৌ! জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি চাইছে যে জার্সিতে খেলে মায়াঙ্কের দ্রুত গতিতে উত্থান একদম জাতীয় দলে, সেই দলেই তিনি খেলুন। লখনৌ নিজেদের আবিষ্কার বলে দাবি করতে চাইছে মায়াঙ্ককে। ফ্র্যাঞ্চাইজির বক্তব্য, মায়াঙ্ককে যখন কেউ চিনত না তখন থেকেই তাঁকে চেনানোর সুযোগ দিয়েছে লখনৌ, বিনিয়োগ করেছে তাঁর মত প্রতিভায়।
নিলামের আগে আনক্যাপড তারকা হিসাবে লখনৌ সম্ভবত রিটেন করবে আয়ুশ বাদোনি এবং মহসিন খানকে। নিলামে যত বেশি সম্ভব অর্থ নিয়ে নামতে চাইছে লখনৌ। রবি বিশ্নোইকে টপকে মায়াঙ্ককে যদি ফার্স্ট চয়েস হিসাবে ধরে রাখা হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।