IPL 2025 LSG vs PBKS Live Cricket Score Streaming Online Today Match: লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ইতিমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছে। এবার মঙ্গলবার একানা স্টেডিয়ামে তারা একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে। এটাই চলতি আইপিএলে এলএসজির প্রথম হোম ম্যাচ। উভয় দলই এই ম্যাচ জিততে মরিয়া। এলএসজি (LSG) ইতিমধ্যে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-কে পরাজিত করেছে এবং পঞ্জাব কিংস (PBKS) আহমেদাবাদে পরাজিত করেছে গুজরাট টাইটানসকে।
এলএসজির অধিনায়ক ঋষভ পন্থ এবং পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দু'জনেই, তাঁদের আগের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলতি আইপিএলে নতুন দলে যোগ দিয়েছেন। তার মধ্যে আইপিএল ২০২৫ (IPL 2025)-এর নিলামে পন্থ ছিলেন সবচেয়ে বেশি অর্থে কেনা ক্রিকেটার। তিনি ২৭ কোটি টাকায় যোগ দিয়েছেন লখনউয়ে। আর, আইয়ার পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন ২৬.৭৫ কোটি টাকায়।
দুটি দলেরই দুর্দান্ত ব্যাটিং শক্তি বেশ ভালো। এলএসজি-তে নিকোলাস পুরান ও মিচেল মার্শের মত ক্রিকেটার আছেন। আর, পঞ্জাব কিংসে আইয়ার ছাড়াও আছেন প্রিয়াংশ আর্য ও গ্লেন ম্যাক্সওয়েলের মত ক্রিকেটার। একানা স্টেডিয়ামের পিচে রান তোলা কিছুটা সমস্যার হতে পারে। কারণ, এখানে বড় রানের তেমন একটা ইতিহাস নেই।
নীচে এলএসজি বনাম পিবিকেএস (LSG vs PBKS, IPL 2025)-এর স্ট্রিমিং সম্পর্কে বিস্তারিত তথ্য রইল:
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচ কখন অনুষ্ঠিত হবে?
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচ মঙ্গলবার, ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে, এবং টস হবে সন্ধ্যা ৭ টায়।
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচ লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচ লাইভ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
এলএসজি বনাম পিবিকেএস আইপিএল ২০২৫ ম্যাচের লাইভ স্ট্রিমিং জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে হবে।
এলএসজি বনাম পিবিকেএস ২০২৫ স্কোয়াড
পঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, পাইলা অবিনাশ, হরনুর সিং, জোশ ইংলিস, প্রভসিমরন সিং, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা, আজমহতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডি, মার্কো জানসেন, গ্লেন ম্যাক্সওয়েল, মুশির খান, শশাঙ্ক সিং, মার্কাস স্তোইনিস, সূর্যংশ শেডগে, আরশদীপ সিং, জেভিয়ার বার্টলেট, যুজবেন্দ্র চাহাল, প্রবীণ দুবে, লকি ফার্গুসন, হরপ্রীত ব্রার, কুলদীপ সেন, বিজয়কুমার ভিশক, যশ ঠাকুর।
লখনউ সুপার জায়ান্টস: ঋষভ পন্থ (অধিনায়ক তথা উইকেটরক্ষক), ডেভিড মিলার, আইডেন মারক্রাম, আরিয়ান জুয়াল, হিম্মত সিং, ম্যাথিউ ব্রিটজক, নিকোলাস পুরান (উইকেটকিপার), মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধুরী, রাজভার্ধন হাঙ্গারগেকার, আর্শিন কুলকার্নি, আয়ুষ বাদোনি, আভেশ খান, আকাশ দীপ, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, আকাশ সিং, শামার জোসেফ, প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, মোহসিন খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই।
আরও পড়ুন- স্বপ্নের একাদশ! যে ক্রিকেটাররা আপনাকে নিমেষে করতে পারে ধনী, কে হবে আপনার অধিনায়ক?
লখনউ সুপার জায়ান্টস: ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডেভিড মিলার, এইডেন মার্করাম, আরিয়ান জুয়াল, হিম্মত সিং, ম্যাথিউ ব্রিটজকে, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধুরি, রাজবর্ধন হাঙ্গারগেকার, আরশিন কুলকার্নি, আয়ুষ বাদোনি, আভেশ খান, আকাশ দীপ, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, আকাশ সিং, শমর জোসেফ, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, মহসিন খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই।