Lucknow Super Giants: শুধু মোহনবাগানই নয়, একই দিনে জিতল লখনউ সুপার জায়ান্টসও

Lucknow Super Giants Win: শনিবার (১২ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেচিল লখনউ সুপার জায়ান্টস। এই ম্য়াচ ঋষভ পন্থের দল ৬ উইকেটে জয়লাভ করেছে।

Lucknow Super Giants Win: শনিবার (১২ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেচিল লখনউ সুপার জায়ান্টস। এই ম্য়াচ ঋষভ পন্থের দল ৬ উইকেটে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
LSG and MBSG

একইদিনে জিতল লখবউ সুপার জায়ান্টস এবং মোহনবাগান

Lucknow Super Giants vs Gujarat Titans: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ খেতাব জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। ফাইনাল ম্য়াচে তারা বেঙ্গালুরু এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। ইতিপূর্বে, চলতি মরশুমে লিগ শিল্ডের খেতাব জয় করেছিল মেরিনার্সরা। এবার সেই জয়ের আনন্দ 'ডবল' হয়ে গেল। তবে মোহনবাগানের পাশাপাশি একইদিনে আবার জয়লাভ করেছে লখনউ সুপার জায়ান্টসও। ফলে সঞ্জীব গোয়েঙ্কার কাছে এই ১২ এপ্রিল দিনটা যে চিরস্মরণীয় হয়ে থাকবে, সেটা আলাদা করে বলার দরকার নেই।

Advertisment

প্রসঙ্গত, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ২৬ নম্বর ম্য়াচ খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। এই ম্য়াচে গুজরাট প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রান করে। জবাবে লখনউ সুপার জায়ান্টস মাত্র ৪ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্য অর্জন করে ফেলেছে। সেইসঙ্গে আটকে দিয়েছে গুজরাটের বিজয় রথও। 

জয়ের জন্য ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে লখনউ শুরুটা বেশ ভালই করেছিল। পন্থ এবং মার্করাম প্রথম উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ইতিমধ্যে ২১ রান করে আউট হয়ে যান ঋষভ। এরপর মার্করাম এবং নিকোলাস লখনউয়ের দায়িত্ব গ্রহণ করেন। দুজনের মধ্যে অর্ধ শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে এই জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৫৮ রানে আউট হয়ে যান মার্করাম। তবে পুরানের ব্যাটিং ঝড় অবশ্য অব্যাহত ছিল। কিন্তু, ৩৪ বলে ৬১ রান করে তাঁকেও ফিরে যেতে হয়। এরপর আয়ুশ বদৌনি এবং ডেভিড মিলার লখনউয়ের বৈতরণী জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। মিলার বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান আয়ুশ।

দুরন্ত বোলিং পারফরম্য়ান্স লখনউয়ের

Advertisment

ইতিপূর্বে সাই সুদর্শন (৫৬) এবং অধিনায়ক শুভমান গিলের (৬০) দুরন্ত অর্ধশতরানের দৌলতে গুজরাট টাইটান্স বড় স্কোরের দিকে এগোচ্ছিল। দুজনে মিলে ১২০ রানের সুবিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু, এরপর লখনউ সুপার জায়ান্টসের বোলাররা দুর্দান্ত কামব্যাক করেন। আর সেকারণে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানেই আটকে যায়। লেগ স্পিনার রবি বিষ্ণোই ৩৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।

তিনি ১৪ নম্বর ওভারের প্রথম বলেই সুদর্শনকে এবং শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে আউট করেন। তারপরই কামব্যাক করার সুযোগ পায় লখনউ। মিডিয়াম পেসার শার্দূল ঠাকুরও যথেষ্ট ভাল বল করেন। শেষ ওভারে তিনি শেরফান রাদারফোর্ড এবং রাহুল তেওয়াটিয়ার উইকেট শিকার করেন। শার্দূল ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।

Mohun Bagan Super Giants Gujarat Titans Lucknow Super Giants