LSG vs RCB Highlights, IPL Match Today: প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু, কাদের বিরুদ্ধে খেলবে আরসিবি?

IPL 2025 Match Today, Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru Highlights: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে লিগ পর্যায়ের শেষ ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নেমেছে।

IPL 2025 Match Today, Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru Highlights: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে লিগ পর্যায়ের শেষ ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নেমেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Royal Challengers Bengaluru4325r

প্রথম কোয়ালিফায়ারে জায়গা অর্জন করে নিল আরসিবি

IPL 2025 Match Today, LSG vs RCB Highlights: অধিনায়ক জীতেশ শর্মার বিধ্বংসী ইনিংসের দৌলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) লিগ পর্বের শেষ ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) ৬ উইকেটে হারিয়ে দিল। সেইসঙ্গে পয়েন্টস টেবিলে তারা টপ-২ পজিশনে ফিনিশ করে। এবার কোয়ালিফায়ার-১ পর্বে আরসিবি-কে খেলতে হবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই জয়ের ধারা বিরাট কোহলিরা (Virat Kohli) অব্যাহত রাখতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Advertisment

Virat Kohli Record: LSG-র বিরুদ্ধে World Record গড়ার সুযোগ বিরাটের সামনে, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়তে পারেন এই রেকর্ড

যাইহোক, লখনউয়ের বিরুদ্ধে জীতেশ শর্মা ৩৩ বলে ৮৫ রান করলেন। এই ইনিংসে তিনি ৮ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। বিরাট কোহলিও এই ম্যাচে অর্ধশতরান করেছেন। তিনি ৩০ বলে ৫৪ রান করেন। ময়াঙ্ক আগরওয়াল ৪১ রানে যোগ্য সঙ্গত দেন। আর সেই দৌলতেই আরসিবি ব্রিগেড ৮ বল বাকি থাকতেই ২২৮ রানের পাহাড়প্রমাণ টার্গেট অর্জন করে ফেলে। এই জয়ের পাশাপাশি বেঙ্গালুরু পয়েন্টস টেবিলে তারা টপ-২ পজিশনে ফিনিশ করল। এবার তাদের পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে খেলতে হবে।

Rishabh Pant Celebration: নীচে মাথা, উপরে পা! সেঞ্চুরির পর এ কী করলেন ঋষভ? ভাইরাল ভিডিও

Advertisment

টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক জীতেশ শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। তাঁর কথায়, এই ম্যাচেও রজত পতিদারকে একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে। যাইহোক, শুরু হয় লখনউয়ের ব্যাটিং। ঋষভ পন্থের শতরানের দৌলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ২২৮ রানের টার্গেট দিয়েছিল। তারা ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করে। অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) সর্বাধিক ১১৮ রান করেছিলেন। অন্যদিকে, আরসিবি-র হয়ে নুয়ান তুষারা, ভুবনেশ্বর কুমার এবং রোমারিও শেফার্ড একটি করে উইকেট শিকার করেছেন।

এক নজরে চোখ বুলিয়ে নিন ম্য়াচের যাবতীয় হাইলাইটসে:

  • May 27, 2025 23:54 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: লখনউয়ের বিরুদ্ধে ৬ উইকেটে জয় বেঙ্গালুরুর

    LSG vs RCB Live Updates, IPL 2025:বিরাট কোহলির হাফসেঞ্চুরি এবং জীতেশ-ময়াঙ্কের শতরানের পার্টনারশিপে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে দিল। এই জয়ের পাশাপাশি আরসিবি কোয়ালিফায়ার-১ খেলার যোগ্যতাও অর্জন করে ফেলেছে। আগামী ২৯ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে। এই ম্য়াচটি নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে আয়োজন করা হবে। মঙ্গলবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লিগ পর্যায়ের শেষ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। লখনউ প্রথমে ব্যাট করতে নেমে ঋষভ পন্থের শতরানের দৌলতে তিন উইকেট হারিয়ে ২২৭ রান করে। জবাবে আরসিবি ১৮.৪ ওভারে চার উইকেট হারিয়ে ২৩০ রান তুলে এই ম্য়াচটা পকেটে পুরে নেয়। লখনউয়ের হয়ে উইলিয়াম ও'রূর্ক ২ উইকেট শিকার করেছেন। এছাড়া আকাশ সিং এবং আভেশ খান একটি করে উইকেট শিকার করেন।



  • May 27, 2025 22:42 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি

    LSG vs RCB Live Updates, IPL 2025: মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। আর সেইসঙ্গে আইপিএল টুর্নামেন্টে এক অনন্য রেকর্ড কায়েম করলেন তিনি। আইপিএল ইতিহাসে সর্বাধিক হাফসেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। তাঁর ঝুলিতে আপাতত ৬৩ অর্ধশতরান রয়েছে।

     

    আইপিএল টুর্নামেন্টে যাঁরা সর্বাধিক হাফসেঞ্চুরি করেছেন:

    • বিরাট কোহলি - ৬৩
    • ডেভিড ওয়ার্নার - ৬২
    • শিখর ধাওয়ান - ৫১
    • রোহিত শর্মা - ৪৬
    • কেএল রাহুল - ৪০
    • এবি ডিভিলিয়ার্স - ৪০



  • May 27, 2025 22:37 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: একই ওভারে বেঙ্গালুরু হারাল আরও একটি উইকেট

    LSG vs RCB Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একই ওভারে জোড়া ধাক্কা খেল। প্রথমে রজত পতিদার ৭ বলে ১৪ রান করে আউট হয়ে যান। পরের বলেই ফিরতে হল লিয়াম লিভিংস্টোনকে। দুটো উইকেটই শিকার করলেন উইলিয়াম ও'রূর্ক।

     

    ৮ ওভার শেষে আরসিবি তিন উইকেট হারিয়ে ৯০ রান করেছে।



  • May 27, 2025 22:34 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন

    LSG vs RCB Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন হল। ৭.৫ ওভারে দলের ৯০ রানের মাথায় ফিরলেন রজত পতিদার। ৭ বলে ১৪ রান করে তিনি আউট হয়ে গেলেন। উইলিয়াম ও'রূর্ক তাঁর উইকেট শিকার করলেন।



  • May 27, 2025 22:32 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: বেঙ্গালুরুর স্কোর ৭৬/১

    LSG vs RCB Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭৬ রান করেছে। বিরাট কোহলি ১৯ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন। আর রজত পতিদার ৪ বলে করেছেন ৭ রান।



  • May 27, 2025 22:22 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: প্রথম ধাক্কা খেল আরসিবি

    LSG vs RCB Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম উইকেটের পতন হল। ফিল সল্ট ১৯ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেন। আকাশ সিং তাঁর উইকেট শিকার করলেন।

     

    ৫.৪ ওভারে আরসিবির স্কোর এক উইকেটে ৬১ রান।.



  • May 27, 2025 22:20 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: বেঙ্গালুরুর স্কোর ৬০/০

    LSG vs RCB Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ ওভার শেষে ৬০ রান করেছে। ফিল সল্ট ১৭ বলে ৩০ রান এবং বিরাট কোহলি ১৩ বলে ২৮ রান করেছেন।

     

    আরসিবি-কে এই ম্য়াচ জেতার জন্য ৯০ বলে ১৬৮ রান এখনও করতে হবে।



  • May 27, 2025 22:00 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: এক ওভারে ৪ বাউন্ডারি হাঁকালেন বিরাট কোহলি

    LSG vs RCB Live Updates, IPL 2025: উইলিয়াম ও'রূর্কের ওভারে বিরাট কোহলি টানা ৪ বাউন্ডারি হাঁকালেন। ৮ বলে ২০ রান করে খেলছেন তিনি। ফিল সল্ট ৪ বলে ১০ রান করেছেন।

     

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২ ওভার শেষে বিনা উইকেটে ৩১ রান করে ফেলেছে।



  • May 27, 2025 21:58 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: শুরু হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং

    LSG vs RCB Live Updates, IPL 2025: শুরু হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং। ব্যাট করতে নামলেন বিরাট কোহলি এবং ফিল সল্ট।



  • May 27, 2025 21:34 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: শেষ হল লখনউয়ের ব্যাটিং

    LSG vs RCB Live Updates, IPL 2025: ঋষভ পন্থের শতরানের দৌলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ২২৮ রানের টার্গেট দিয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। তারা ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে। অধিনায়ক ঋষভ পন্থ সর্বাধিক ১১৮ রান করেছেন। অন্যদিকে, আরসিবি-র হয়ে নুয়ান তুষারা, ভুবনেশ্বর কুমার এবং রোমারিও শেফার্ড একটি করে উইকেট শিকার করেছেন।



  • May 27, 2025 21:21 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: শতরান করে শাপমুক্তি ঘটালেন ঋষভ পন্থ

    LSG vs RCB Live Updates, IPL 2025: ১৭.৪ ওভারে ভুবনেশ্বর কুমারকে বাউন্ডারি হাঁকাতেই হল শাপমোচন। ৫৪ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে আসে। ইংল্যান্ড সফরের আগে এই ইনিংস যে ঋষভকে অনেকটাই অক্সিজেন দেবে তা বলা যেতেই পারে।

     

    দেখে নিন ভিডিও:




  • May 27, 2025 20:51 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি মার্শের

    LSG vs RCB Live Updates, IPL 2025: ঋষভের পর এবার হাফসেঞ্চুরি হাঁকালেন মিচেল মার্শ। ৩১ বলে ৫০ রান করলেন এই অজি ব্যাটার। তিনি এখনও পর্যন্ত ৪ চার এবং ৩ ছয় হাঁকিয়েছেন। ১৪ ওভার শেষে লখনউ ১ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে। মিচেল মার্শের (৫৪) সঙ্গে ব্যাট করছেন ঋষভ পন্থ (৭০)। 



  • May 27, 2025 20:29 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: নজরকাড়া হাফসেঞ্চুরি ঋষভ পন্থের

    LSG vs RCB Live Updates, IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। গোটা টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতার কারণে তাঁকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। তিনি ফর্মে ফিরলেন বটে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। যাইহোক, এই ম্য়াচে স্পাইডি ২৯ বলে হাফসেঞ্চুরি করে ফেললেন। ১০ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টস ১ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছে।

     

    দেখুন ভিডিও:



  • May 27, 2025 20:26 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: আরসিবি দলের হয়েও রেকর্ড গড়ার সুযোগ বিরাটের সামনে

    LSG vs RCB Live Updates, IPL 2025: বিরাট কোহলির তাছে আরও একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৮,৯৭৬ রান করেছেন। এরমধ্যে ২৫৬ আইপিএল ম্য়াচে তিনি ৮, ৫৫২ রান করেছেন। আর চ্যাম্পিয়ন্স লিগের ১৪ টি-২০ ম্য়াচে তিনি মোট ৪২৪ রান করেছেন।

    বিস্তারিত পড়ে নিন



  • May 27, 2025 20:19 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: অব কী বার, ৫০ পার

    LSG vs RCB Live Updates, IPL 2025: লখনউ সুপার জায়ান্টস ৫০ রান অতিক্রম করে ফেলল। ৬ ওভার শেষে তারা এক উইকেট হারিয়ে ৫৫ রান করে ফেলেছে। ঋষভ পন্থ ২০ এবং মিচেল মার্শ ১৫ রানে ব্যাট করছেন।



  • May 27, 2025 20:17 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: পাঁচ ওভার শেষে লখনউয়ের স্কোর

    LSG vs RCB Live Updates, IPL 2025: আপাতত বেশ ভাল ব্যাট করছে লখনউ সুপার জায়ান্টস। ৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে তারা ৪৮ রান করে ফেলেছে। উইকেটে রয়েছেন মিচেল মার্শ (১০) এবং ঋষভ পন্থ (১৯)।



  • May 27, 2025 19:55 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: লখনউয়ের প্রথম উইকেটের পতন

    LSG vs RCB Live Updates, IPL 2025: লখনউয়ের প্রথম উইকেটের পতন হল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাফল্য এনে দিলেন নুয়ান তুষারা। তাঁর বিষাক্ত ইয়র্কারে ক্লিন বোল্ড হয়ে গেলেন ম্যাথিউ ব্রিৎস্কে। ১২ বলে ১৪ রান করে তাঁকে ফিরতে হল। এবার ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ।



  • May 27, 2025 19:42 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: শুরু হল লখনউয়ের ব্যাটিং

    LSG vs RCB Live Updates, IPL 2025: শুরু হল লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং। ব্যাট করতে নামলেন মিচেল মার্শ এবং ম্যাথিউ ব্রিৎস্কে।



  • May 27, 2025 19:21 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: দুই দলের প্রথম একাদশ

    LSG vs RCB Live Updates, IPL 2025: দেখে নিন এখনই -

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru):
    ফিল সল্ট, বিরাট কোহলি, ময়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকিপার/অধিনায়ক), রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, নুয়ান তুষারা।

    লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants):
    মিচেল মার্শ, ম্যাথিউ ব্রিৎস্কে, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার/অধিনায়ক), আয়ুষ বদৌনি, আব্দুল সামাদ, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগ্বেশ সিং রথী, আভেশ খান, উইলিয়াম ও'রূর্ক।



  • May 27, 2025 19:19 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: টস আপডেট

    LSG vs RCB Live Updates, IPL 2025: এই ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সবথেকে আশ্চর্য্যের ঘটনা, এই ম্য়াচেও RCB ব্রিগে়ডকে নেতৃত্ব দিচ্ছেন না রজত পতিদার। তাঁর পরিবর্তে টস করতে এলেন জীতেশ শর্মা। জীতেশই জানালেন যে রজতকে এই ম্য়াচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হবে।



  • May 27, 2025 19:17 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: কোথায় আয়োজন করা হয়েছে এই ম্য়াচটি?

    LSG vs RCB Live Updates, IPL 2025: এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।



  • May 27, 2025 19:16 IST

    LSG vs RCB Live Updates, IPL 2025: লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

    LSG vs RCB Live Updates, IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আইপিএল টুর্নামেন্টের লিগ পর্যায়ে এটাই শেষ ম্য়াচ। এরপর থেকে প্লে-অফের লড়াই শুরু হয়ে যাবে।



Rishabh Pant Virat Kohli IPL 2025 Lucknow Super Giants Royal Challengers Bengaluru