/indian-express-bangla/media/media_files/2025/04/21/6dcXdy95nbUA40EzhXJU.jpg)
IPL legends nearing retirement: এবারের আইপিএল-ই শেষ মরশুমে এই ৫ মহাতারকার
Future of IPL veterans: ১৪ বছরের বৈভব সুর্যবংশী এবং ১৭ বছরের আয়ুষ মহাত্রের দুর্দান্ত ডেবিউ হয়েছে। যার ইঙ্গিত হল যে IPL-এ এবার তরুণ প্রজন্ম শাসন করতে চলেছে। তরুণদের উদ্দীপনা আইপিএলের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্ট্র্যাটেজি পাল্টাতে বাধ্য করবে। এর প্রভাব IPL 2025-এ না হলেও ২০২৬-এ স্পষ্টতই দেখা যাবে। এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিনের মতো সুপারস্টারদের যদি আগামী মরশুমে খেলতে না দেখা যায়, তবে অবাক হওয়ার কিছু নেই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মইন আলি, ফাফ ডু প্লেসিসের মতো তারকাদের রিটেইন করাও কঠিন হতে পারে।
এমএস ধোনির শেষ মরশুম...
গত তিন-চার বছর ধরে যখনই আইপিএল খেলা হয়েছে, বলা হয়েছে যে এটাই এমএস ধোনির (MS Dhoni) শেষ মরশুম হতে পারে। প্রতিবারই সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তবে, IPL 2025-এ এই কথাটি সত্যি হতে পারে। ধোনি হয়তো বাধ্যতামূলকভাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন, কিন্তু এটি নিশ্চিত যে তাঁর ব্যাটিং যে প্রভাব ফেলছে না, তাতে তিনি দীর্ঘ সময় ধরে আর খেলতে পারেন না। এমনকি ধোনির কট্টর ভক্তরাও এখন তাঁকে সম্মানের সঙ্গে অবসর নিতে দেখতে চান। ধোনি আগামী জুলাই মাসে ৪৪ বছর বয়সে পা দেবেন। খুব সম্ভবত তিনি নিজেই আগামী মরশুমে না খেলার সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন টাকা নেয় আর ফূর্তি করে, ম্যাক্সওয়েল-লিভিংস্টোনকে ছিন্নভিন্ন করলেন সেহওয়াগ
রবিচন্দ্রন অশ্বিনের ম্যাজিক আর কাজ করছে না
২০০৮ সালে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৫ সাল পর্যন্ত তিনি এই দলের সঙ্গে ছিলেন। পরে অন্য অনেক দলের হয়ে খেলেছেন। দীর্ঘ ১০ বছর পরে অশ্বিন আবার চেন্নাই দলে ফিরেছেন, কিন্তু তার পুরনো ম্যাজিক উধাও। ৩৮ বছরের অশ্বিন এখন চেন্নাই সুপার কিংসের তৃতীয় পছন্দের স্পিনার হয়ে গেছেন। নূর আহমেদ এবং রবীন্দ্র জাদেজা তাঁর থেকে এগিয়ে রয়েছেন। অশ্বিনের ফিল্ডিং কখনই T20 ক্রিকেটের জন্য বিশেষ উপযুক্ত ছিল না। তবে প্রয়োজন হলে ব্যাটিংয়ে ভূমিকা রাখতে পারেন। তাঁকে একাধিকবার প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছে। এ অবস্থায় মনে হয় না চেন্নাই সুপার কিংস তাঁকে আগামী মরশুমের জন্য রিটেইন করবে। সিএসকে তাঁকে ৯.৭৫ কোটি টাকায় কিনেছিল।
মইন আলির রিটেইন হওয়ার সম্ভাবনা কম
ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি (Moeen Ali) IPL 2025-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তাঁকে যেভাবে খেলানো হয়েছে, তা দেখে মনে হয় তিনি কেকেআরের প্ল্যান এ-র অংশ নন, তবে প্ল্যান বি-তে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন, যখন সুনীল নারিন চোটের কারণে বাইরে ছিলেন, তখন তাঁর জায়গায় মইন আলিকে প্লেয়িং ইলেভেনে রাখা হয়েছিল। মইন আলি ব্যাটের পাশাপাশি অফ স্পিন বলও করতে পারেন। কেকেআর তাঁকে ২ কোটি টাকার বেস প্রাইসে কিনেছিল। যদি কেকেআর আগামী মরশুমে তাঁকে রিটেইন না করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন হঠাৎ কী হল ধোনির? টানা হারের যন্ত্রণায় গলায় হতাশার সুর, চেন্নাইয়ের কি বিদায় ঘণ্টা বেজে গেল?
রাসেল-ম্যাক্সওয়েল এবং ফাফ ডু প্লেসিস...
৪০ বছর বয়সী ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis) এবং ৩৮ বছর বয়সী আন্দ্রে রাসেল (Andre Russell) এখনও প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। সেক্ষেত্রে, যদি দিল্লি ক্যাপিটালস আগামী বছর ডু প্লেসিস এবং কেকেআর রাসেলকে রিটেইন না করে, তবে অবাক হওয়ার কিছু নেই। পাঞ্জাব কিংসও সম্ভবত গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং মার্কাস স্টোইনিসকে রিটেইন করবে না। আরসিবির ক্ষেত্রে লিয়াম লিভিংস্টোন সেই খেলোয়াড় হতে পারেন, যাঁকে রিটেইন করা হবে না।