IPL 2025: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের অলরাউন্ডার বিপরাজ নিগম ভারতীয় সেনাবাহিনী (Indian Army) এবং ভারত সরকারকে অকুণ্ঠ কুর্নিশ জানালেন। তাঁর কথায়, এই দ্বৈত সাহায্য না পেলে হয়ত ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার (India Pakistan Tension) মধ্যে ধরমশালা থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারতেন না।
ধরমশালা থেকে নয়াদিল্লি আসার অভিজ্ঞতা
ধরমশালা ঠিক কেমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন বিপরাজ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল পঞ্জাব কিংস (Punjab Kings)। নিরাপত্তার কারণে এই ম্য়াচটি মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সেইসময় ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশই বাড়ছিল। আর তাই গোটা স্টেডিয়াম ব্ল্যাকআউট করে দেওয়া হয়। নিভিয়ে দেওয়া হয় যাবতীয় ফ্লাডলাইট। পরেরদিন সকালবেলা প্রথমে বাস এবং তারপর ট্রেনে চাপিয়ে ক্রিকেটারদের দিল্লিতে ফিরিয়ে আনা হয়।
স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট
এই ঘটনার পর এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয় ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার বাড়ি ফিরে যান। এমন ঘটনায় তাঁরা এতটাই ঘাবড়ে গিয়েছেন যে কেউ কেউ আর চলতি মরশুমে আইপিএল খেলতে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন।
ভারতীয় জওয়ানদের কুর্নিশ জানালেন বিপরাজ
শনিবার (১৭ মে) প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিপরাজ নিগম। সেখানেই তিনি বলেন, 'গোটা পরিস্থিতি কী হয়েছিল এবং কেন হয়েছিল, সেকথা আপনারা সকলেই জানেন। তবে আমাদের দলে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন জওয়ান উপস্থিত ছিলেন। তাঁদের জন্যই আমরা বাড়ি ফিরতে পেরেছি। শুরুর দিকে গোটা পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু, পরবর্তীকালে আমাদের জন্য যে বন্দোবস্ত করা হয়েছিল, তাতে সবকিছু সহজ হয়ে যায়।'
PBKS vs DC Highlights, IPL 2025: বিদ্যুৎ সঙ্কটে বন্ধ ধরমশালার ফ্লাডলাইট, পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ বাতিল
সঙ্গে বিপরাজ আরও যোগ করেছেন, 'ওই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনী আমাদের নিরাপত্তার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। এটা আমার কাছে একটা মস্ত বড় অভিজ্ঞতা। তবে যা হয়েছে, সেটা আমাদের কাছে আপাতত অতীত। তবে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওদের জন্যই আমি নিরাপদে বাড়ি ফিরতে পেরেছি।'
KKR IPL 2025 Playoff Race: বৃষ্টিতে ধুয়ে গেল যাবতীয় স্বপ্ন, IPL থেকে বিদায় নিল নাইট ব্রিগেড
স্টেডিয়ামের আলো যখন বন্ধ করা হয়েছিল, সেইসময় পঞ্জাব কিংস ১০.১ ওভারে এক উইকেট হারিয়ে ১২২ রান করেছিল। তবে গোটা পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। দুই দলকেই মাঠ থেকে তুলে নেওয়া হয়। নিরাপত্তার কারণে ফাঁকা করে দেওয়া হয় গোটা স্টেডিয়ামও।
RCB vs KKR Highlights, IPL Match Today: বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স, বৃষ্টিতেই ভেসে গেল প্লে-অফের স্বপ্ন
এরপর সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক ব্যাপারটা নিশ্চিত করেন। জানিয়ে দেন, দেশের এই উত্তাল পরিস্থিতিতে আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা একেবারেই উচিত হবে না।
4 Reasons for KKR Elimination: জঘন্য পারফরম্য়ান্স না ভুলভাল সিদ্ধান্ত? এই ৪ কারণই নাইটদের বিদায়ের জন্য দায়ী
যাইহোক, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের ধরমশালা থেকে বাসে চাপিয়ে প্রথমে জলন্ধর রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। সেই বাসটাও আবার হোশিয়ারপুর হয়ে ঘুরিয়ে আনা হয়েছিল। ছিল নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি। সেখান থেকে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেসের আয়োজন করে ভারতীয় রেল। তাতে চেপেই শুক্রবার রাতে নয়াদিল্লি এসে পৌঁছয় দুই দলের ক্রিকেটাররা।