/indian-express-bangla/media/media_files/2025/04/22/HAMsf3fCuX1YPNGNV4fs.jpg)
Kohli Aggressive Celebration: কেন রাঠিকে শাস্তি দিলেও কোহলিকে নয়, প্রশ্ন ফ্যানদের।
IPL 2025 PBKS vs RCB Match: গত রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)-এর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) আইপিএল-এ নিষিদ্ধ করার দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা এবং ফ্যানরা। পাঞ্জাব কিংস (PBKS)-এর বিরুদ্ধে ৭ উইকেটে জয় পাওয়ায় কোহলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি অপরাজিত থেকে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলকে জিতিয়ে দেন। কিন্তু ম্যাচ শেষে তাঁর এক আচরণ দর্শকদের পছন্দ হয়নি। বিরাট কোহলি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) লক্ষ্য করে কুৎসিত উল্লাস করেন।
পাঞ্জাব কিংসকে হারানোর পর বিরাট কোহলির শ্রেয়স আইয়ারের সামনে এমন উদযাপন নিয়ে আপত্তি প্রকাশ করা হয়েছে। কিছু মানুষ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI-এর উপর দ্বিচারিতার অভিযোগ তুলেছেন কারণ তাঁরা ভারতীয় ক্রিকেট মহাতারকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।
Jitesh Sharma dials 6⃣ to seal it in style 🙌
— IndianPremierLeague (@IPL) April 20, 2025
Virat Kohli remains unbeaten on 73*(54) in yet another chase 👏@RCBTweets secure round 2⃣ of the battle of reds ❤
Scorecard ▶ https://t.co/6htVhCbltp#TATAIPL | #PBKSvRCBpic.twitter.com/6dqDTEPoEA
অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের যেমন দিগ্বেশ রাঠিকে তাঁর ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। কোহলি ৫৪ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন এবং আরসিবি চণ্ডীগড়ে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা অর্জন করে। জয়ের শট মারার পর কোহলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা শ্রেয়সের দিকে ঝুঁকে চিৎকার করেন।
আরও পড়ুন মুখেই হম্বিতম্বি! PSL-এর সেরা ১০ তারকার মোট পারিশ্রমিককে লজ্জা দেবে বিরাটের একার স্যালারি
Rathee was fined for his notebook celebration. Poor kid has starting scribbling on the ground now.
— Aakash Chopra (@cricketaakash) April 21, 2025
পিবিকেএস অধিনায়ক শান্তভাবে কোহলির কাছে যান এবং দুজনের মধ্যে কথাবার্তা হয় যা সবাই দেখেছে। অনেক দর্শক এই ঘটনায় অসন্তুষ্ট হন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেন।
প্রাক্তন ভারতীয় ওপেনার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra) ইঙ্গিতে বিরাট কোহলির সমালোচনা করেন। তিনি লেখেন, দিগ্বেশ রাঠিকে তাঁর ‘নোটবুক’ সেলিব্রেশনের জন্য জরিমানা করা হয়েছিল।
আরও পড়ুন টাকা নেয় আর ফূর্তি করে, ম্যাক্সওয়েল-লিভিংস্টোনকে ছিন্নভিন্ন করলেন সেহওয়াগ
একজন নেটিজেন লেখেন, BCCI বিরাট কোহলিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই খেলোয়াড়কে কিছু ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিত।
Different rules for different players.💯 pic.twitter.com/r3bSzABfWo
— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 (@ImHydro45) April 20, 2025
আরেকজন লেখেন, বিসিসিআই-এর বিভিন্ন খেলোয়াড়ের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য।