/indian-express-bangla/media/media_files/2025/05/17/CRhPTIdls6zDhNCsG24J.jpg)
থেমেছে বৃষ্টি, চলছে জল শুকানোর কাজ
IPL 2025: শনিবার থেকে শুরু হয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে। এই ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। কিন্তু, ম্যাচ শুরুর আগেই ঘটল বড়সড় বিপত্তি। ঝমঝমিয়ে নামল বৃষ্টি। পরিস্থিতি এতটাই খারাপ যে টস পর্যন্ত করা সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সাময়িক কিছুটা বৃষ্টি থেমেছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে রাত আটটা নাগাদ টস করা হবে। এমনকী, মাঠের জল দ্রুত শুকানোর কাজও শুরু করে দেওয়া হয়েছিল। কিন্তু, আটটা বাজতে না বাজতেই আবারও ঝেঁপে বৃষ্টি নামে। সেকারণে টস এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, কতক্ষণ পর্যন্ত ম্য়াচ শুরুর অপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, রাত পৌনে ন'টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তারমধ্যে যদি বৃষ্টি থেমে যায় তো ভাল, নাহলে ওভারের উপর কোপ পড়বে। অর্থাৎ ২০-২০ মিলিয়ে ৪০ ওভারের ম্য়াচ আর হবে না। দুটো দলের ওভার সংখ্যাই কমিয়ে দেওয়া হবে। এভাবে কমাতে কমাতে অন্তত পাঁচ ওভারও যদি ম্য়াচটা খেলানো সম্ভব হয়, সেটার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে রাত ১০টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত। তাও যদি ম্য়াচ শুরু না করা যায়, তখন বাতিল বলে ঘোষণা করা হবে।
BREAKING Raining stop now. Cut-off time for a five over match is 10.56 PM #RCBvsKKR | RCB vs KKR
— Virender Singh (@Virende72717973) May 17, 2025
pic.twitter.com/skDEF9Og5E
শনিবার যে বেঙ্গালুরুতে বৃষ্টিপাত হবে, সেই পূর্বাভাস আগে থেকেই ছিল। শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার একটি প্রতিবেদনে সেকথা উল্লেখও করা হয়েছিল। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ১৭ মে বেঙ্গালুরুতে ৮৪ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে সেটা ৯৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর পাশাপাশি সারাদিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। দুপুর থেকেই বেঙ্গালুরুতে বৃষ্টিপাত শুরু হতে পারে। ম্যাচের সময় সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ম্য়াচ বাতিলও করে দেওয়া হতে পারে।
RCB vs KKR Live Score, IPL Match Today: কিছুটা কমেছে বৃষ্টি, তবে নেই থামার কোনও লক্ষণ
কথায় আছে, কারোর পৌষমাস, কারোর আবার সর্বনাশ। এই ম্য়াচটা বাতিল হয়ে গেলে, এই প্রবাদ বাক্যটাই একেবারে অক্ষরে অক্ষরে ফলে যাবে। কারণ, ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গেলে, দুটো দলকেই ১-১ পয়েন্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলবে। অন্যদিকে, কলকাতা আপাতত ১১ পয়েন্ট পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এই একটা পয়েন্ট পেলে তারা ১২-তে পৌঁছবে। সেইসঙ্গে, চলতি আইপিএল টুর্নামেন্টকেও বিদায় জানাতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে।