Virat Kohli Test retirement: টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির হঠাৎ অবসর ঘোষণায় সবাই চমকে গিয়েছিলেন। এই ঘোষণার পর প্রথমবারের মতো শনিবার মাঠে নামার কথা ছিল তাঁর। ভক্তরা তাঁকে সাদা জার্সিতে শেষবারের মতো দেখতে এবং টেস্ট ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানাতে মাঠে উপস্থিত হয়েছিল। ঠিক সেই সময় আকাশে ঝমঝম বৃষ্টি শুরু হয় এবং এমন এক দৃশ্য দেখা যায় যা আগে কেউ দেখেনি। বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের মুহূর্তে মনে হচ্ছিল যেন আকাশের পাখিরাও তাঁকে স্যালুট জানাতে এসেছে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অনন্য মুহূর্ত সৃষ্টি হয়েছিল। বৃষ্টিভেজা সন্ধ্যার আবহ একরকম আবেগঘন হয়ে উঠেছিল। আকাশ ছিল মেঘে ঢাকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর মধ্যেকার IPL 2025-এর ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। একদিকে ভক্তরা সাদা জার্সি পরে তাঁদের প্রিয় তারকাকে বিদায় জানাতে এসেছিলেন, আর অন্যদিকে আকাশে দেখা গেল সাদা পায়রার একটি দল মাঠের উপর উড়ে যাচ্ছে।
আরও পড়ুন বিরাটকে এত বড় 'ধোঁকা' দিল BCCI! কথা দিয়েও রাখেনি বোর্ড, বাধ্য হয়েই চরম সিদ্ধান্ত কোহলির
আকাশে দেখা যায় অভাবনীয় দৃশ্য
স্ট্যান্ডে বসে থাকা দর্শকদের কাছে মনে হচ্ছিল প্রকৃতিও যেন এই মহান ক্রিকেটারের অবদানের স্বীকৃতি দিতে থেমে গিয়েছে। পায়রাগুলির প্রতীকী উড়ান আবেগকে আরও গভীর করে তোলে, যদিও বাস্তব পরিস্থিতি ছিল উদ্বেগপূর্ণ। লাগাতার বৃষ্টির কারণে ম্যাচে টস পর্যন্ত করা যায়নি। এক বলও খেলা হয়নি এবং বিরাট কোহলির টেস্ট থেকে অবসর ঘোষণার পর প্রথম ম্যাচটাই বৃষ্টিতে ধুয়ে যায়।
RCB ও KKR-এর মধ্যে এই ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ১২টি ম্যাচ খেলে বিরাট কোহলির দলের ঝুলিতে ৮টি জয়, ৩টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচ-সহ মোট ১৭ পয়েন্ট হয়ে যায়। এই ম্যাচে কলকাতার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর প্লে-অফে RCB-এর জায়গা নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, KKR-এর জন্য প্লে-অফের সব আশা শেষ। ১৩টি ম্যাচে ৫টি জয়, ৬টি হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের পর তাদের পয়েন্ট দাঁড়ায় ১২। এখন শেষ ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টেই পৌঁছাতে পারবে।
আরও পড়ুন অবসরের আগে শাস্ত্রীকে ফোন বিরাটের! কী কথা হয়েছিল গুরু-শিষ্যের? অবশেষে ফাঁস