Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

Shankar Mahadevan Performance: এই অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন দেশের স্বনামধন্য গায়ক শঙ্কর মহাদেবন। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলে শিবম এবং সিদ্ধার্থ মহাদেবনও। একের পর এক দেশাত্মবোধদ গানে মঞ্চ মাতাচ্ছিলেন তাঁরা।

Shankar Mahadevan Performance: এই অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন দেশের স্বনামধন্য গায়ক শঙ্কর মহাদেবন। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলে শিবম এবং সিদ্ধার্থ মহাদেবনও। একের পর এক দেশাত্মবোধদ গানে মঞ্চ মাতাচ্ছিলেন তাঁরা।

author-image
Koushik Biswas
New Update
IPL 2025 Closing Ceremon

সমাপনী অনুষ্ঠানে পারফরম্যান্স করছেন শঙ্কর মহাদেবন

IPL 2025 Final: শুরু হয়ে গেল মহাযুদ্ধ। ২০২৫ আইপিএল ফাইনাল ম্যাচের লড়াই। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্য়াচ আয়োজন করা হয়েছে। লড়াইয়ের জন্য প্রস্তুত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং পঞ্জাব কিংস (Punjab Kings)। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisment

IPL Final 2025, RCB vs PBKS Live Score: IPL ফাইনালে টসে জিতল পাঞ্জাব, বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠালেন শ্রেয়াস

এই অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন দেশের স্বনামধন্য গায়ক শঙ্কর মহাদেবন। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলে শিবম এবং সিদ্ধার্থ মহাদেবনও। একের পর এক দেশাত্মবোধদ গানে মঞ্চ মাতাচ্ছিলেন তাঁরা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই সমাপনী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'ট্রিবিউট সেরিমনি'। কারণ অপারেশন সিন্দুর থিমের উপরেই গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর এয়ারস্ট্রাইক করেছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হচ্ছে।

Advertisment

IPL 2025 Final Prize Money: IPL ফাইনাল জিতলেই কোটি কোটি টাকা! রানার্স-আপও হবে মালামাল, কোন টিম কত টাকা পাবে জানুন

এই অনুষ্ঠান চলাকালীন একাধিক ব্যাক-আপ ডান্সার পিছনের সারিতে নাচ করছিলেন। তাঁদের মধ্যে একজনের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রথমবার দেখে তো অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন। বলতে শুরু করেছিলেন যে ঈশান কিষান নাচ করছেন নাকি? তবে কিছুক্ষণের মধ্যেই সেই ভ্রান্ত ধারণা কেটে যায়। আসলে, যে ছেলেটির ছবি ভাইরাল হচ্ছে তাকে দেখতে অনেকটাই সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ঈশান কিষানের মতো দেখতে। যাইহোক, সন্ধ্যা ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। নাচে-গানে হয় একেবারে জমাটি পারফরম্য়ান্স। ৬টা ৫০ মিনিটে এই অনুষ্ঠান শেষ হয়। 

IPL 2025 Final RCB vs PBKS: IPL ফাইনালের আগেই মাথায় হাত কোহলিদের! তারকা বিদেশিকে ছাড়াই নামবে RCB

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে এই ম্য়াচে টস হয়ে গিয়েছে। টস জিতে পঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ, ফাইনাল ম্য়াচে রান তাড়া করেই তিনি জিততে চান। এই ম্য়াচে আরসিবি ব্রিগেডের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।

Punjab Kings shankar mahadevan Royal Challengers Bengaluru IPL 2025