LSG in IPL retentions 2025: সবকিছু ঠিকঠাক থাকলে কেএল রাহুলকে আর লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে না। তরুণদের নিয়ে দলের কোর গঠন করতে চাইছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। জানা যাচ্ছে বিদেশিদের মধ্যে একমাত্র নিকোলাস পুরানকে রিটেন করতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কারা।
দেশিদের মধ্যে চার তারকা কার্যত নিশ্চিত- রবি বিশ্নোই, মায়াঙ্ক যাদব, মহসিন খান এবং আয়ুশ বাদোনি। লখনৌ যদি এর বাইরে আর কোনও প্লেয়ার রিটেন করার পথে হাঁটে তাহলে একটা মাত্র আরটিএম কার্ড ব্যবহার করার অপশন থাকবে তাঁদের।
যে কোনও ব্যাটিং পজিশনে ব্যাট করার দক্ষতা সম্পন্ন পুরান এবং বিশ্নোইকে যে লখনৌ রিটেন করবে, তা আগেই ঠিক ছিল। তবে এরপরেও ফ্র্যাঞ্চাইজির কোর ক্রিকেটারদের মধ্যে প্রতিশ্রুতিমান কয়েকজনকে রিটেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষস্থানীয় রিটেনশন হিসাবে থাকছেন নিকোলাস পুরান। দ্বিতীয় রিটেনশন ২০২২ নিলামের আগেই সই করানো রবি বিশ্নোই।
এই তালিকায় তৃতীয় স্থানে মায়াঙ্ক যাদব। তারপর দুইজন আনক্যাপড তারকা মহসিন খান এবং আয়ুশ বাদোনি। সবমিলিয়ে পাঁচজন তারকাকে রিটেন করায় লখনৌয়ের পার্স থেকে ৫১ কোটি টাকা গচ্চা যাচ্ছে নিলামের আগেই।
পুরানকে শীর্ষস্থানীয় রিটেনশন করানোয় এমনিতে কোনও সংশয় নেই। উইকেটকিপিং যেমন করতে পারেন, তেমন মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার সমস্ত জায়গায় ব্যাট করতে সক্ষম তিনি। গত তিন বছর ধরে পুরানের টি২০ ব্যাটার হিসাবে কার্যকারিতা বেড়েই চলেছে। যদি নিলামের টেবিলে থাকতেন, তাহলে হয়ত সর্বোচ্চ মূল্যে বিক্রয় হতেন।
একইভাবে রবি বিশ্নোই লখনৌয়ের হয়ে ধারাবাহিক পারফর্মার। কৃপণ বোলিংয়ের পাশাপাশি টি২০-তে ডেথ ওভারে বল করে তিনি শেষ তিন সিজনে ৩৯ উইকেট নিয়েছেন। এখন দেখার কেএল রাহুল শেষমেশ কোন দলে নাম লেখান। স্ট্রাইক রেট নিয়ে প্ৰশ্ন থাকলেও কেএল রাহুল এখনও বহু ফ্র্যাঞ্চাইজির নজরে রয়েছেন।
আরসিবির একজন উইকেটকিপার ব্যাটার খুঁজছে। এমন অবস্থায় স্থানীয় তারকা হিসাবে কেএল রাহুলকে নেওয়ার পথে হাঁটতে পারে তাঁরা। টপ অর্ডারের পাশাপাশি লোয়ার অর্ডারেও সাবলীল ব্যাটিং করতে দক্ষ তিনি। একইভাবে কেকেআর, আরসিবিও রাহুলকে নিতে চাইবে। দুই দলেই একজন উইকেটকিপার ব্যাটারের অভাব রয়েছে।
READ THE FULL ARTICLE IN ENGLISH