Advertisment

Michael Starc on KKR's retention: কেউ যোগাযোগ করেনি! রিটেনশনে জায়গা না পেয়ে হতাশ নাইটদের বিশ্বজয়ী বিদেশি সুপারস্টার

KKR' IPL 2025 retention: কেকেআরের শীর্ষ রিটেনশন হতে পারতেন শ্রেয়স আইয়ার। তবে ফ্র্যাঞ্চাইজির দেওয়া রিটেনশন অর্থে তিনি সন্তুষ্ট হননি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata knight riders, kkr, ipl, ipl retention, কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, আইপিএল

KKR IPL retention: আইপিএল রিটেনশনে স্টার্ককে রাখেনি কেকেআর (আইপিএল)

KKR' IPL 2025 retention, Michael Starc: শেষবারের আইপিএল নিলামে কেকেআর তাঁর জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করে শিরোনামে উঠে এসেছিল। মুহূর্তের মধ্যে আইপিএল ইতিহাসের সবথেকে দামি তারকা হিসাবে নিজের নাম লিখে ফেলেন অজি সুপারস্টার। তবে আইপিএল রিটেনশনের ডেডলাইনে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার তো বটেই নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের সবথেকে দামি তারকা স্টার্ককেও।

Advertisment

১৩ ম্যাচে স্টার্ক মাত্র ১৭ উইকেট নিলেও কেকেআরের চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। ২০১৫-য় শেষবার কোটি কোটি টাকার লিগে খেলেছিলেন স্টার্ক। নয় বছর পর আইপিএলে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। কেকেআর রিটেন করার পথে হেঁটেছে রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রামনদীপ সিংকে।

এদিকে, স্টার্ক জানিয়ে দিচ্ছেন, তাঁকে রিটেনশনের বিষয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি। অস্ট্রেলিয়ার দ্য ডেইলি টেলিগ্রাফ-এ স্টার্ক বলেছেন, "ওঁদের থেকে এখনও কোনও বার্তা পাইনি। এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তাই হায়দরাবাদের বন্ধুরা (প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড) বাদে সকলেই নিলামে থাকবে।"

সোমবার পাকিস্তানের বিরুদ্ধে প্ৰথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া রুদ্ধশ্বাস লড়াইয়ে দুই উইকেটে জয় পেয়েছে। নিজের ফর্মের জানান দিয়েছেন স্টার্ক। ১০ ওভারে ৩ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা।

"গ্রীষ্মের শুরুতে ছন্দ খুঁজে পাওয়া সবসময়ই ভালো বিষয়। গত ইংল্যান্ড সফরে এমন ছন্দ ছিল না হয়ত। দলে কিছু চোট-আঘাতজনিত সমস্যাও ছিল।" প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতানোর নায়ক বলে দিয়েছেন সরাসরি।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Kolkata Knight Riders Cricket Australia KKR ipl auction IPL Australia Cricket Team
Advertisment