KKR Full Retention List For IPL 2025: নিলামের এখনও কয়েক মাস বাকি। বিসিসিআই নিলাম নিয়ে এখনও বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে। যা বদলে দিতে পারে ২০২৫ আইপিএলের যাবতীয় তোড়জোড়। কিন্তু, তারপরও বিসিসিআই তাদের দাবি নিয়ে তেমন উচ্চবাচ্য না করায়, চলতি বছরের শেষেই আইপিএলের মেগা নিলাম ধরে এগোচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে সবার নজর কেকেআরের দিকে। ২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন নাইটরা তাদের লাকি সদস্য তথা মেন্টর গৌতম গম্ভীরকে পাচ্ছে না। গম্ভীর জাতীয় দলের কোচ হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে জল্পনা ছড়িয়েছে, গম্ভীরহীন কেকেআর আসন্ন দলে ব্যাপক রদবদলের রাস্তায় হাঁটছে।
সংবাদমাধ্যমের এক রিপোর্ট বলছে, মিডল অর্ডার ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিতে পারে কেকেআর। তবে, আইপিএল-জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঘরের ছেলে রিংকু সিং, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন এবং ফিল সল্টকে দল ২৫-এও রেখে দিতে চায়। বিসিসিআই বড় অদলবদল না করলে এবার ফের আইপিএলের মেগা নিলামের আসর বসবে। যেমনটা ২০২২-এ বসেছিল।
তিন বছর পরপর মেগা নিলামের আসর বসে আইপিএলে। মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিদের খেলোয়াড় ধরে রাখার ক্ষমতা কমে যায়। তার ওপর গম্ভীর চলে যাওয়ার সময় দলের দুই গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফ অভিষেক নয়ে এবং রায়ান টেন ডোসচেটকেও সঙ্গে নিয়ে গিয়েছেন। তাঁদের জায়গায় উপযুক্ত সাপোর্ট স্টাফ লাগবে কেকেআরের। তার মধ্যেই খবরে জানা গিয়েছে, এক তারকা ব্যাটারকেও ছাড়তে চলেছে কেকেআর।
সেই তারকা ব্যাটার, ভেঙ্কটেশ আইয়ার বলেই খবরে প্রকাশ। আইয়ার ২০২১-এ কেকেআরে এসেছিলেন। সেই সময় তাঁকে নেওয়া হয়েছিল ২০ লক্ষ টাকায়। ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন। ওই বছর দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আইয়ার। ২০২২-এ মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সেঞ্চুরি-সহ ৪০৪ রান করেছিলেন। এবারের চ্যাম্পিয়ন আইপিএল দলেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কোয়ালিফায়ার ১ এবং ফাইনালে হাফ সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন- চরম দুর্ঘটনার আশঙ্কা ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টেই, হতে পারে প্রাণহানিও! ভয়ঙ্কর আপডেট কানপুর থেকে
জল্পনা ছড়িয়েছিল, কেকেআর তাদের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ছেড়ে দেবে। কিন্তু, সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেকেআরের কর্তা স্পষ্ট জানিয়েছেন- শ্রেয়সকে ছাড়ার প্রশ্নই নেই। রিংকু, রাসেল, নারিন, সল্টরাও দলে থাকছেন। নারিন ২০২১-এর সেরা খেলোয়াড়। এবারে রাসেল এবং সল্টের সঙ্গে তিনিও দলের ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রিংকু এবার কিছু করতে না পারলেও তাঁর প্রতি আস্থা হারাচ্ছে না কেকেআর। রিংকু বেশ প্রতিভাবান। দ্রুত ফর্ম ফিরে পাবেন মনে করেই ঘরের ছেলের প্রতি আস্থা রাখছেন কেকেআর কর্তারা।