/indian-express-bangla/media/media_files/2025/05/01/ptTHNaOCOCOo6Db6QAU8.jpg)
Robot dog at IPL toss: 'রোবট ডগ' এবারের আইপিএলের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে
Champak robot legal issue: IPL-এর প্রতি সিজনে কিছু না কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যাতে টুর্নামেন্টের আকর্ষণ বজায় থাকে। সিজন ১৮-এ টসের সময় কয়েন কারের ওপর আসা এবং মাঠে রোবট কুকুরের উপস্থিতি নিয়ে বেশ চর্চা হচ্ছে। বিশেষ করে, 'রোবট ডগ' এবারের আইপিএলের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। টসের সময়ও এই রোবট মাঠে অধিনায়কদের সঙ্গে দেখা যায়। এই রোবট কুকুরের নাম 'চম্পক' রাখা হয়েছে। আর সেই চম্পককে নিয়েই এবার বিতর্ক।
'চম্পক' নাম নিয়ে আইনি বিতর্ক
'চম্পক' নাম রাখা নিয়ে BCCI-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা হয়েছে। আসলে 'চম্পক' একটি জনপ্রিয় শিশু পত্রিকা, যা দিল্লি প্রেস প্রকাশনা থেকে প্রকাশিত হয়। এই প্রকাশনা সংস্থা BCCI-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছে এবং অভিযোগ তুলেছে যে রোবট কুকুরের নাম 'চম্পক' রাখা তাদের রেজিস্টার্ড ট্রেডমার্কের লঙ্ঘন।
রোবট ডগ 'চম্পক' এখন আইনি জটিলতায়
মাঠে ঘুরে ঘুরে প্লেয়ারদের বিনোদন দেওয়া রোবট ডগ 'চম্পক' এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। 'চম্পক' পত্রিকা অভিযোগ করেছে যে BCCI তাদের ব্র্যান্ডের ট্রেডমার্ক লঙ্ঘন করেছে। বিচারপতি সৌরভ ব্যানার্জি এই মামলায় নোটিস জারি করেছেন এবং পরবর্তী শুনানি ৯ জুলাই নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন এশিয়ান গেমসে জোড়া সোনা নিশ্চিত! ভারতের জন্য সুবর্ণ সুযোগ, কীভাবে জানেন?
দিল্লি প্রেসের প্রতিনিধি আইনজীবী অমিত গুপ্তা আদালতে যুক্তি দেন, "আমার পত্রিকা পশু-চরিত্রের জন্য পরিচিত। আমরা পণ্যটিকে আলাদা মনে করতে পারি, তবে এই নামের ব্যবহার ক্ষতিকর। এটি আমাদের ব্র্যান্ডের অবস্থান দুর্বল করছে।" তিনি দাবি করেন যে এই পণ্যের বিজ্ঞাপন ও বিপণন বাণিজ্যিক শোষণের উদাহরণ।
বিরাট কোহলির 'চিকু' নামও বিতর্কে
এদিকে, 'চম্পক' নাম বিতর্কের সঙ্গে বিরাট কোহলির ডাকনাম 'চিকু'ও আলোচনায় এসেছে। কারণ 'চিকু' একটি জনপ্রিয় কার্টুন চরিত্রের নামও। আদালত পর্যবেক্ষণ করে বলেছে, যদি 'চিকু' নামের ব্যবহার বাণিজ্যিকভাবে করা হয়, তাহলে প্রকাশনা সংস্থা রয়্যালটি দাবি করতে পারে। তবে আইনজীবী গুপ্তা যুক্তি দিয়েছেন, "বিরাট কোনও পণ্য লঞ্চ করেননি, যদি তিনি এমন কিছু করেন, তবে সেটি বাণিজ্যিক শোষণের অন্তর্ভুক্ত হবে।"
BCCI-এর যুক্তি
BCCI-এর পক্ষে আইনজীবী জে সাই দীপক যুক্তি দিয়েছেন, "'চম্পক' আসলে একটি ফুলের নাম। মানুষ এটিকে একটি টিভি সিরিয়ালের চরিত্রের সঙ্গে সংযুক্ত করে দেখছে, কিন্তু পত্রিকার সঙ্গে নয়।"
আগামী শুনানিতে এই বিষয়ের কী পরিণতি হয়, তা দেখার বিষয়। IPL 2025-এর 'চম্পক' রোবট এখন শুধু বিনোদনের নয়, আইনি লড়াইয়েরও অংশ হয়ে উঠেছে!