New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/19/nKZoStKH1e5Dkt1TW96Y.jpg)
Vaibhav Suryavanshi: বৈভবের চোখের জলে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল হয়েছিল
Vaibhav Suryavanshi crying video: ম্যাচ শেষে বৈভব জানান, আইপিএলে নিজের অভিষেক ম্যাচে আউট হয়ে তিনি কাঁদেননি। তাঁর চোখে যন্ত্রণা করছিল ও স্টেডিয়ামের তীব্র আলোয় চোখে জ্বালা হচ্ছিল, তাই চোখে হাত দিয়েছিলেন।
Vaibhav Suryavanshi: বৈভবের চোখের জলে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল হয়েছিল
Vaibhav Suryavanshi Clears Air on Viral "Crying" Moment: IPL 2025-এ সবার নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশী। রবিবার আবারও এক দুর্দান্ত ইনিংস খেলে সকলকে মুগ্ধ করলেন। যদিও রাজস্থান রয়্যালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে, তবে বৈভব তাঁর ব্যাটিং পারফরম্যান্স দিয়ে প্রতিনিয়ত নজর কেড়েছেন। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থানের হার হলেও, বৈভবের ৪০ রানের ঝোড়ো ইনিংস দর্শক এবং ফ্যানদের আনন্দে মাতোয়ারা করেছে।
ম্যাচ শেষে বৈভব জানান, আইপিএলে নিজের অভিষেক ম্যাচে আউট হয়ে তিনি কাঁদেননি। তাঁর চোখে যন্ত্রণা করছিল ও স্টেডিয়ামের তীব্র আলোয় চোখে জ্বালা হচ্ছিল, তাই চোখে হাত দিয়েছিলেন। কিন্তু সবাই ভেবেছিলেন, বৈভব অভিষেক ম্যাচে বড় ইনিংস খেলতে না পারার দুঃখে কাঁদছেন। বৈভব বলেন, 'কেউ-ই চায় না তাঁর ডেবিউ ম্যাচ কাঁদতে কাঁদতে স্মরণীয় হোক।'
আরও পড়ুন ১০ম শ্রেণিতে ফেল করেছেন বৈভব? CBSE রেজাল্ট বেরোতেই শোরগোল, সত্যিটা কী জানুন
বৈভব আইপিএল ইতিহাসের সবচেয়ে কমবয়সি ডেবিউট্যান্ট। গত মাসে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পেলে, রানের তাড়ায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হয় বৈভব। সেই ম্যাচেই শার্দুল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকান, পরে আৱেশ খানের বলেও ছক্কা মেরে নিজের আগমন জোরালোভাবে জানান দেন।
ডেবিউ ম্যাচে বৈভব ২০ বলে ৩৪ রান করে আউট হন। মাঠ ছাড়ার সময় তাঁকে চোখে হাত দিতে দেখা যায়। সেই দৃশ্য দেখে সবাই ধরে নেয়, তিনি কাঁদছিলেন। তবে রবিবার পাঞ্জাব কিংসের মুশির খান তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করলে বৈভব বলেন, ‘‘কবে কাঁদলাম আমি? চোখে খুব ব্যথা করছিল, লাইট পড়েছিল, আর একটু অস্বস্তি হচ্ছিল।’’
Vaibhav roya ki nahi?
— Rajasthan Royals (@rajasthanroyals) May 19, 2025
📹 jaaniye uski zubaani 😋 pic.twitter.com/3GwD3r31DJ
১৪ বছর বয়সি এই খেলোয়াড় রাজস্থানের হয়ে ছয়টি ম্যাচে ১৯৫ রান করেছেন, ৩২.৫ গড় এবং ২১৯.১ স্ট্রাইক রেটে। চলতি মরশুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ঝকঝকে সেঞ্চুরি করে নজর কেড়েছেন। ২১০ রানের লক্ষ্যে তাড়া করতে গিয়ে মাত্র ৩৮ বলে ৭টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১০১ রান করে আউট হন বৈভব। আইপিএলের ইতিহাসে ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম শতরান করার নজির গড়েন তিনি।