/indian-express-bangla/media/media_files/2025/04/28/XxwdKlGF4aNRAMHIMIWi.jpg)
SRH fans reaction Maldives trip: খেলার নামে অষ্টরম্ভা, কিন্তু ছুটি কাটাতে ওস্তাদ ঈশান-অভিষেকরা
Sunrisers Maldives viral video: জমে উঠেছে IPL 2025। একেবারে লাস্ট ল্যাপে চলে এসেছে এবারের মরশুমের খেলা। IPL 2024-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) বর্তমানে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে, এবং গতবারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ৮ নম্বরে। হায়দরাবাদ প্রায় প্লে-অফ থেকে বাদ পড়ার মুখে রয়েছে। এর মধ্যে, সানরাইজার্সের প্লেয়াররা IPL থেকে বিরতি নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও পোস্ট করেছে। তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
সানরাইজার্স হায়দরাবাদ এখন পর্যন্ত IPL 2025-এ ৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র ৩টি ম্যাচ জিতেছে এবং ৬টি হেরেছে। ২৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে তিন নম্বর জয় পেয়েছে, তারা পয়েন্ট তালিকায় ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে। শুধু রাজস্থান রয়্যালস (৪ পয়েন্ট) এবং চেন্নাই সুপার কিংস (৪ পয়েন্ট) তাদের চেয়ে কম ম্যাচ জিতেছে।
এসআরএইচ-এর IPL 2025-এ এখনও ৫টি লিগ ম্যাচ বাকি। প্লে-অফে খেলার জন্য তাদের সমস্ত ম্যাচ জিততে হবে। অসম্ভব নাহলেও এটা কঠিন চ্যালেঞ্জ। হয়তো এই কারণেই টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের নতুন উদ্যম আনতে তাঁদের ব্রেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ছুটি কাটাতে মালদ্বীপে গেছেন ক্রিকেটাররা। তবে অনেক ক্রিকেট ভক্ত এই সিদ্ধান্তে হতবাক এবং ক্ষুব্ধও।
Sun, sea, and a team retreat for our Risers in the Maldives! 🏖️✈️ pic.twitter.com/CyE0MvZHy3
— SunRisers Hyderabad (@SunRisers) April 26, 2025
অনেকে প্রশ্ন তুলেছেন, মাত্র ৩টি ম্যাচ জিতে কি সেলিব্রেশন করার মতো কিছু হয়ে গেছে? অনেকে রসিকতা করে বলছেন যে, ৯টির মধ্যে ৩টি ম্যাচ জিতেই হায়দরাবাদ জয় সেলিব্রেট করতে গেছে।
আরও পড়ুন হঠাৎ হর্ষল প্যাটেলের উপর রেগে ফায়ার কাব্য মারান, লাল চোখ দেখালেন সানরাইজার্সের 'লেডি বস'!
সানরাইজার্স হায়দরাবাদের পরবর্তী ম্যাচ ২ মে গুজরাট টাইটান্সের সঙ্গে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গুজরাট টাইটান্স বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস ১২ পয়েন্টে রয়েছে, তবে রান রেটের হিসাবে গুজরাট টাইটান্স এগিয়ে রয়েছে।