/indian-express-bangla/media/media_files/2025/03/27/GjVc3vKxgerUlXFHMVLC.jpg)
Rajiv Gandhi Stadium: হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। (ছবি- টুইটার)
IPL 2025, SRH vs LSG: Hyderabad Pitch Report and Weather Forecast: আজকে, বৃহস্পতিবার (২৭ মার্চ) আইপিএল ২০২৫-এ, সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে। এই মাঠ ব্যাটিংয়ের স্বর্গ বলে পরিচিত। এখানে এক ম্যাচে ৫০০-রও বেশি রান উঠেছে। আজও এই পিচ ব্যাটসম্যানদের জন্য আদর্শ হয়ে উঠতে পারে।
হায়দরাবাদের আবহাওয়ার পূর্বাভাস
আজকের দিনে হায়দরাবাদের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তাপমাত্রা কমে ২৯ ডিগ্রিতে নেমে এসেছে। বাতাসের গতি ঘণ্টায় ১৩ কিমি। আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৩৬%-এর আশপাশে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন।
Nizam Nawab song Played In Rajiv Gandhi Cricket Stadium 🏟️🔥#SRHvsRR#MaheshBabupic.twitter.com/6t5X1GQCxe
— ` (@akhildhfm0) March 23, 2025
রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ রিপোর্ট
এই স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২০ ওভারে ২৮৬ রান করেছিল। যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। একই ম্যাচে রাজস্থান রয়্যালসও তুলেছিল ২৪২ রান। তাই আজকের ম্যাচেও বড় স্কোর প্রত্যাশিত।
আগের ম্যাচে সানরাইজার্স জিতলেও লখনউ হেরেছে। আগের দিন প্রথমে ব্যাটিং করেই বিপুল রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের ব্যাটাররা ৬ উইকেটে ২৮৬ রান করেছিলেন। ফলে, প্রথমে ব্যাট করা দলের দিকে নজর থাকবে সকলেরই। আগের ম্যাচে ঈশান কিষাণ অনবদ্য সেঞ্চুরি করেছিলেন। এই পিচ যে সত্যিই ব্যাটিং সহায়ক, তার প্রমাণ দিয়ে রাজস্থান রয়্যালসও ওই ম্যাচে ৬ উইকেটে তুলেছিল ২৪২ রান। এখানকার পিচ সমতল। বোলাররা বিশেষ একটা সুবিধা পান না। এদিনের ম্যাচেও তার অন্যথা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH): অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশকুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), সিমরজিত সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, সচিন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, উইয়ান মুলডার, রাহুল চাহার, অথর্ব তাইডে, ঈশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস।
লখনউ সুপার জায়ান্টস (LSG): এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক/অধিনায়ক), ডেভিড মিলার, আয়ুশ বাদোনি, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মণিমারান সিদ্ধার্থ, আবদুল সামাদ, হিম্মত সিং, আরএস হাঙ্গারগেকর, আকাশ মহারাজ সিং, আভেশ খান, ম্যাথিউ ব্রিটজকে, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরি, আকাশ দীপ, মায়াঙ্ক যাদব, শমর জোসেফ, আরশিন কুলকার্নি।