/indian-express-bangla/media/media_files/2025/05/09/GvSZQZbN4BGH4Ap6YgJF.jpg)
এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল টুর্নামেন্ট
IPL 2025 suspended: ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) সীমান্তে ইতিমধ্যে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য় আইপিএল টুর্নামেন্ট স্থগিত করল বিসিসিআই (BCCI)। নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে স্থগিত হতে পারে, সেই ইঙ্গিত ধরমশালাতেই পাওয়া গিয়েছিল। পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচ ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরই আশঙ্কা করা হচ্ছিল যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সূত্রের খবর, শুক্রবার (৯ মে) সকালেই বিসিসিআই-এর একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরই আইপিএল টুর্নামেন্ট নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার প্রশ্ন উঠছে, এরপর কী হবে? বিসিসিআই-এর হাতে কোন কোন রাস্তা খোলা রয়েছে?
সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আপাতত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট অবিলম্বে বন্ধ করা হবে। ইতিপূর্বে, আইপিএল টুর্নামেন্ট ভারত থেকে অন্য দেশে শিফট করে নিয়ে যাওয়া হয়েছিল। করোনা অতিমারির সময় সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্ট আয়োজন করেছিল। একবার তো লোকসভা নির্বাচনের কারণেও আইপিএল টুর্নামেন্ট শিফট করা হয়েছিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কি অন্য কোনও দেশে আয়োজন করা হবে? বাকি ম্য়াচ নিয়ে বিসিসিআই এখনও পর্যন্ত কোনও আপডেট দেয়নি। তবে বেশ কয়েকটা বিকল্প রাস্তা খোলা রয়েছে। সেগুলো নিয়ে আসুন, আলোচনা করা যাক -
- সংযুক্ত আরব আমিরশাহী এবং আফ্রিকা মহাদেশের দেশগুলোয় ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শিফট করা হতে পারে।
- ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কম হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে।
- বছরের শেষদিকে আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো আয়োজন করা হতে পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২২ এপ্রিল পহেলগাঁও উপত্য়কায় জঙ্গি হামলা চালিয়েছিল। এই ঘটনায় ২৬ জন নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এরপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটির উপর পালটা আঘাত হানে। ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। নিকেশ করা হয় শতাধিক জঙ্গিদের। পঞ্জাবের পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ব্ল্যাকআউট জারি করা হয়েছে।