Virat Kohli, IPL, RCB captain: আরসিবির অধিনায়ক পদে ফিরতে চলেছেন বিরাট কোহলি। সংবাদ সংস্থার রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। ব্যাটিং সুপারস্টার তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে এনিয়ে কথা বলছেন বলেও শোনা যাচ্ছে।
কোহলি আইপিএল ২০২২-এর আগে আরসিবি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেন। তাঁর জায়গায় অধিনায়ক হন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে, আরসিবি তিনবার ফাইনালে উঠেছে, কিন্তু প্রতিবারই রানার্স আপ হয়েছে। কোহলি পদত্যাগের আগে ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন।
সংবাদ সংস্থার এক প্রতিবেদন অনুসারে ফ্র্যাঞ্চাইজি তাদের স্টার খেলোয়াড়ের সঙ্গে কথা চালাচ্ছে। কারণ, ৪০ বছর বয়সি ডু প্লেসিসের কেরিয়ার এখন শেষের দিকে। কোহলির নেতৃত্বে আরসিবি ২০১৬-য় ফাইনালে উঠেছিল। কিন্তু, সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায়।
দু প্লেসিসের নেতৃত্বে আরসিবি তিন মরশুমে দু'বার প্লে অফে পৌঁছেছে এবং একবার ষষ্ঠ হয়েছে। সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আরসিবি গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিলকেও নেওয়ার চেষ্টা করেছিল। সম্ভবত ঋষভ পন্থকে তার বর্তমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলে, তাঁর জন্যও দর হাঁকাতে পারে আরসিবি।
কোহলি আইপিএলের অন্যতম সেরা ব্যাটার। তিনি প্রতিযোগিতার ইতিহাসে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে আরসিবির প্রতিনিধিত্ব করে আসছেন। ৩৫ বছর বয়সি কোহলি ২৫২ ম্যাচে ১৩১.৯৭ স্ট্রাইক-রেটে ৮০০৪ রান করেছেন। তিনি আটটি শতক এবং ৫৫টি অর্ধশতকের অধিকারী।
কোহলি অবশ্য জানিয়েছেন যে তিনি অন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কথাও ভাবছেন। পুরোনো বেশ কয়েকটি দল তাঁর সঙ্গে যোগাযোগও করেছে।
এই ব্যাপারে কোহলি বলেন, "সত্যি কথা বলতে গেলে, আমি ব্যাপারটা নিয়ে ভাবছি। আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। আমাকে নিলামে উঠতে বলেছেন। তারপরই আমি এব্যাপারে ভাবতে শুরু করেছি। অনেকেই আছেন যাঁরা ট্রফি চান, কিন্তু, কেউ আপনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বা আইপিএল চ্যাম্পিয়ন বলে কথা বলার সময় আলাদা করে সম্মান দেবে না।"
"এই ফ্র্যাঞ্চাইজি আমাকে সুযোগ দিয়েছে। সেটার একটা বিশেষ কারণ আছে। আমার কাছে অন্য দলেরও অফার ছিল। কিন্তু, এই ফ্র্যাঞ্চাইজি আমাকে সম্মান দিয়েছে। আমার প্রতি বিশ্বাস রেখেছে।"