IPL 2025: KL Rahul: প্রাক্তন দলের বিরুদ্ধে না-ও খেলতে পারেন কেএল রাহুল, ফাঁস হল গোপন কারণ

IPL 2025, Delhi Capitals vs Lucknow Super Giants: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছেন, কেএল রাহুল প্রথম ম্যাচ খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

IPL 2025, Delhi Capitals vs Lucknow Super Giants: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছেন, কেএল রাহুল প্রথম ম্যাচ খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul-Delhi Capitals: কেএল রাহুল দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম ভরসা

KL Rahul-Delhi Capitals: কেএল রাহুল দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম ভরসা। (ছবি- কৌশিক বিশ্বাস)

IPL 2025, DC vs LSG, Delhi Capitals vs Lucknow Super Giants: দিল্লি ক্যাপিটালস অনেক আশা করে তাঁকে লখনউ সুপার জায়ান্টস থেকে এবছর নিয়েছে। কিন্ত, সেই লখনউয়ের বিরুদ্ধে এবারের আইপিএলে দিল্লির প্রথম ম্যাচেই না-ও খেলতে পারেন উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলও জানেন না যে রাহুল শেষ পর্যন্ত আজকের ম্যাচে খেলবেন কি না। আজ সোমবার, ২৪ মার্চ- বিশাখাপত্তনমে মুখোমুখি হচ্ছে দুই দল। সন্ধ্যা ৭টা ৩০ থেকে ম্যাচ শুরু হবে। তার আগে সন্ধ্যা ৭টায় হবে টস।

Advertisment

কিন্তু, কেন রাহুল খেলবেন না? এই প্রশ্নে জল্পনা বাড়তেই শোনা যাচ্ছে যে রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই শুধু আজকের ম্যাচ নয়, আইপিএলের একাধিক ম্যাচে না-ও খেলতে পারেন রাহুল। এই ব্যাপারে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল বলেছেন, 'ও ইতিমধ্যে দলে যোগ দিয়েছে। কিন্তু, আমরা সবাই জানি যে ওঁর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। আর, সেজন্যই আমরা এখনও জানি না যে ও প্রথম ম্যাচটা খেলতে পারবে কি না! ও যদি তার মধ্যে চলে আসে, তবে আমরা ওঁর খেলার ব্যাপারটা জানাতে পারব। এখনও পর্যন্ত আমরা সেটা পরিষ্কার জানি না যে ও খেলতে পারবে কি না!' সোমবারের ম্যাচের আগে রবিবার ম্যাচ-পূর্ববর্তী সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন দিল্লির অধিনায়ক। তখন তিনি ওই কথা বলেন।    

অক্ষর দিল্লির হয়ে দীর্ঘদিন খেলছেন। ঋষভ পন্থ চলে যাওয়ার পর দিল্লি ক্যাপিটালস তাঁকেই দলের অধিনায়ক করেছে। অক্ষর খুবই সোজাসাপটা আর কাজে বিশ্বাসী। এই ব্যাপারে তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, 'অধিনায়ক হিসেবে আমি দলের ছেলেদের বলে দিয়েছিল, ক্রিকেট একটা খেলা মাত্র। ওরা যেন খেলাটাকে খেলার মত করেই নেয়।' সতীর্থদের প্রতি অক্ষরের পরামর্শ, কোনও কিছুকেই অযথা জটিল করার দরকার নেই। যা করবে, ছেলেরা যেন সোজাসুজি করে।

ক্যাপ্টেন তো হয়েছেন, দলকে কী দিতে চান? সেই প্রশ্নেও খোলাখুলি জবাব দিয়েছেন অক্ষর। তিনি জানিয়েছেন, দলের প্রত্যেকে এই দলের জন্য কিছু করে দেখাতে উদগ্রীব। সকলেই নিজেকে তুলে ধরতে চায়। আর, নির্ভীকভাবে খেলতে চায়। তিনি বলেন, 'প্রত্যেকেই নিজের ১০০ ভাগ দিতে চায়। খেলোয়াড়রা প্রত্যেকেই দিল্লি ক্যাপিটালস পরিবারের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছে।'

Advertisment

আরও পড়ুন- IPL 2025 DC বনাম LSG লাইভ স্ট্রিমিং: দিল্লি আর লখনউয়ের মধ্যে ম্যাচ কোথায় ও কীভাবে বিনামূল্যে দেখবেন?

ক্যাপ্টেন তো হয়েছেন, দলকে কী দিতে চান? সেই প্রশ্নেও খোলাখুলি জবাব দিয়েছেন অক্ষর। তিনি জানিয়েছেন, দলের প্রত্যেকে দিল্লি ক্যাপিটালসের জন্য কিছু করে দেখাতে উদগ্রীব। সকলেই নিজেকে তুলে ধরতে চায়। আর, নির্ভীকভাবে খেলতে চায়। তিনি বলেন, 'প্রত্যেকেই নিজের ১০০ ভাগ দিতে চায়। খেলোয়াড়রা সকলেই দিল্লি ক্যাপিটালস পরিবারের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছে।' বলে থুতু লাগানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে আইপিএল কমিটি। এই সিদ্ধান্তকেও সমর্থন করেছেন অক্ষর। তিনি বলেছেন, 'আমার কাছে ক্রিকেটটা হল ব্যাট আর বলের লড়াই। তবে, সাম্প্রতিক সময় ব্যাটারদের পাল্লা ভারী। তাই থুতু লাগানোর সিদ্ধান্তে বোলারদের কিছুটা হলেও উপকার হবে।'

KL Rahul Cricket News Indian Premier League (IPL) LSG Delhi Capitals