/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Zaheer-gambhir-bcci.jpg)
Zaheer Khan as Team India bowling coach: জাহির খানকে বোলিং কোচ চাইছে বোর্ড (টুইটার)
Zaheer Khan, Gautam Gambhir, LSG: আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে জাহির খানকে। সবকিছু ঠিকঠাক থাকলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হতে চলেছেন তিনি। যে ফ্র্যাঞ্চাইজিতে এক মরশুম আগেও মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন স্বয়ং গৌতম গম্ভীর। ২০২৪ আইপিএল শুরুর আগেই গম্ভীর শিবির বদল করেছিলেন। লখনৌ ছেড়ে যোগ দেন নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি কেকেআরে।
তারপর আইপিএল জয়ী মেন্টর গম্ভীরকে সরাসরি জাতীয় দলের কোচ করা হয়। আপাতত জাহির খানের নাম শোনা যাচ্ছে লখনৌয়ের মেন্টর পদের জন্য। কোচিং স্কোয়াডের অংশ হতে চলেছেন কিংবদন্তি ভারতীয় পেসার।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, মেন্টর পদের জন্য জাহির খানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও লখনৌয়ের বোলিং কোচের পদ-ও ফাঁকা রয়েছে। কারণ লখনৌয়ের বোলিং কোচের দায়িত্বে থাকা মর্নি মর্কেল টিম ইন্ডিয়ায় গম্ভীরের কোচিং স্টাফের সদস্য হয়েছেন।
ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহির খানকে একই সঙ্গে মেন্টর এবং বোলিং কোচের ভূমিকায় দেখা যেতে পারে। মেন্টর হিসাবে সাধারণত ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সঙ্গে যোগসূত্র পালনের দায়িত্ব থাকে। জাহিরকে আপাতত সেই দায়িত্ব নিতে হবে। এমনিতেই লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেটের বিষয়ে বেশ প্যাশনেট। গত সিজনেই কেএল রাহুল কাণ্ডে তা বোঝা গিয়েছে।
ঘটনা হল, জাহির খানকে একসময় টিম ইন্ডিয়ার সম্ভাব্য বোলিং কোচ হিসেবে ভাবা হচ্ছিল। তবে গম্ভীর প্ৰথমে বিনয় কুমারের নাম প্রস্তাব করলে বোর্ড খারিজ করে দেয়। বোর্ডের পছন্দ ছিল জাহির খান অথবা লক্ষ্মীপতি বালাজির মধ্যে কোনও একজনকে গম্ভীরের সঙ্গে জুড়ে দেওয়ার। তবে গম্ভীরের কথা মেনে শেষ পর্যন্ত মর্নি মর্কেলকে জাতীয় দলের বোলিং কোচ করেন জয় শাহরা।
এমনিতে জাহিরের কোচ হিসেবেও পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স-এর দীর্ঘদিন বোলিং কোচ ছিলেন তিনি। লখনৌয়ে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কাজ করবেন এবার তিনি। লখনৌয়ের কোচিং স্টাফে রয়েছেন আডাম ভোজেস, ল্যান্স ক্লুজনার, জন্টি রোডসের মত মহারথীরা।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯২ টেস্ট, ২০০ ওয়ানডে এবং ১৭টি টি২০ ম্যাচ খেলেছেন তারকা এই পেসার। এছাড়াও আইপিএলে একশোর বেশি ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে।